রুটকে সরিয়ে টেস্টের ১ নম্বর ব্যাটার এখন ব্রুক
১১ ডিসেম্বর ২০২৪
কদিন আগেই হ্যারি ব্রুককে বর্তমান সময়ে বিশ্বের সেরা ব্যাটার বলেছিলেন জো রুট। এবার এই সতীর্থকে সরিয়ে আইসিসি টেস্ট র্যাঙ্কিংয়ে ব্যাটারদের তালিকার শীর্ষে উঠে এসেছেন ব্রুক। রুটের সঙ্গে ডানহাতি এই মারকুটে ব্যাটারের রেটিং পয়েন্টের ব্যবধান মাত্র ১।
বুধবার আইসিসির প্রকাশিত র্যাঙ্কিংয়ের শীর্ষে থাকা ব্রুকের রেটিং পয়েন্ট ৮৯৮। অন্যদিকে ৮৯৭ রেটিং পয়েন্ট নিয়ে দুইয়ে রুট। গত জুলাই থেকে টানা ব্যাটারদের তালিকার এক নম্বরে ছিলেন ইংল্যান্ডের হয়ে সবচেয়ে বেশি ৩৬ টেস্ট সেঞ্চুরি হাঁকানো এই ক্রিকেটার।
নিউ জিল্যান্ডের বিপক্ষে চলমান টেস্ট সিরিজে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে আছেন ব্রুক। গত রোববার শেষ হওয়া ওয়েলিংটন টেস্টের প্রথম ইনিংসে ১২৩ রানের পর দ্বিতীয় ইনিংসে তিনি করেন ৫৫ রান। এর আগে ক্রাইস্টচার্চে সিরিজের প্রথম টেস্টে খেলেন ১৭১ রানের দারুণ এক ইনিংস।
শুধু এই সিরিজেই নয়, অভিষেকের পর থেকে টেস্টে দুর্দান্ত ছন্দে আছেন ব্রুক। টানা ধারাবাহিকতা বজায় রেখে ২৩ টেস্টের ক্যারিয়ারে ইতোমধ্যেই ৮টি সেঞ্চুরি ও ১০টি ফিফটি হাঁকিয়েছেন তিনি। এছাড়াও ইতিহাসের প্রথম ব্যাটার হিসেবে দেশের বাইরে প্রথম ১০ টেস্টের মধ্যে সাতটি সেঞ্চুরি করেছেন ২৫ বছর বয়সী এই ক্রিকেটার।
ওয়েলিংটন টেস্টের পর ব্রুকের প্রশংসা করে রুট বলেন, “অনেকটা এগিয়ে থেকে এই মুহূর্তে বিশ্বের সেরা খেলোয়াড় ব্রুক। সে চাপ সামলাতে পারে, প্রতিপক্ষকে চাপে ফেলতে পারে। সে বোলারের মাথার ওপর দিয়ে ছক্কা মারতে পারে। স্কুপ করে পেছন দিয়েও ছক্কা মারতে পারে। সে স্পিনে বিধ্বংসী হতে পারে। সে পেস বোলিং গুঁড়িয়ে দিতে পারে।”
ব্যাটারদের র্যাঙ্কিংয়ে তিন নম্বরে আছেন নিউ জিল্যান্ডের কেইন উইলিয়ামনস এবং চারে আছেন ভারতের যশস্বী জয়সোয়াল। ভারতের বিপক্ষে অ্যাডিলেইড টেস্টে ১৪০ রানের দুর্দান্ত এক ইনিংসে অস্ট্রেলিয়াকে জিতিয়ে ছয় ধাপ এগিয়ে তালিকার পাঁচে আছেন ট্র্যাভিস হেড।
অন্যদিকে অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়ে দুই ধাপ উপড়ে উঠে প্রথমবারের মতো দুই নম্বরে অবস্থান করছেন মেহেদী হাসান মিরাজ। গত সপ্তাহে ওয়েস্ট ইন্ডিজকে সিরিজের দ্বিতীয় টেস্টে হারানোর ম্যাচে দুই ইনিংস মিলিয়ে বাংলাদেশ অধিনায়ক ব্যাট হাতে ৭৮ রানের পাশাপাশি বল হাতে নেন ১ উইকেট। যথারীতি এই তালিকার শীর্ষেই আছেন রবীন্দ্র জাদেজা।
মন্তব্য করুন: