আক্রমণাত্মক ব্যাটিংয়ে তামিমের পঞ্চাশতম ফিফটি

১২ ডিসেম্বর ২০২৪

আক্রমণাত্মক ব্যাটিংয়ে তামিমের পঞ্চাশতম ফিফটি

সাত মাস পর প্রতিযোগিতামূলক ক্রিকেটে মাঠে ফেরার শুরুটা ভালো হয়নি তামিম ইকবালের। তবে এক ম্যাচ পরেই দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছেন তিনি। জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল) টি-টুয়েন্টিতে আক্রমণাত্মক ব্যাটিংয়ে ক্যারিয়ারের পঞ্চাশতম ফিফটি তুলে নিয়েছেন বাঁহাতি এই ওপেনার। তার দল চট্টগ্রাম বিভাগ জিতেছে ১২ রানে।

বৃহস্পতিবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের আউটারে কুয়াশার কারণে দেরিতে ম্যাচ শুরু হওয়ায় খেলা নেমে আসে ১৫ ওভারে। সিলেট বিভাগের বিপক্ষে তামিমের ৩৩ বলে ৬৫ রানের ঝড়ো ইনিংসের ওপর ভর করে ৯ উইকেটে ১৪৫ রানের সংগ্রহ পায় চট্টগ্রাম। জবাবে ৪ বলে আগে ১৩৩ রানে অলআউট হয় সিলেট।

আগের দিন টুর্নামেন্টের প্রথম দিনে সাত মাস পর মাঠে ফেরান তামিম ফেরেন ১০ বলে ১৩ রান করে। তবে দ্বিতীয় ম্যাচে শুরু থেকেই জ্বলে উঠেন তিনি। ২৭ বলে টি-টুয়েন্টি ক্যারিয়ারের পঞ্চাশতম হাফ-সেঞ্চুরির দেখা পান বাংলাদেশের সাবেক অধিনায়ক। শেষ পর্যন্ত তার ৮ চার ও ৩ ছক্কার ইনিংসটি থামে লং অফে খালেদ আহমেদের দারুণ এক ক্যাচে।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অপর ম্যাচে শেষ ওভারের নাটকীতায় বরিশাল বিভাগকে ১ রানে হারায় খুলনা বিভাগ। ১৩১ রানের লক্ষ্যে ব্যাট করতে নামা বরিশালের শেষ ওভারে জয়ের জন্য দরকার ছিল ৯ রান। হাতে ছিল ৪ উইকেট।

খুলনার মেহেদী হাসান রানার প্রথম ৩ বলে ৬ রান নিয়ে শেষ ৩ বলে জয়ের সমীকরণ ৩ রানে নিয়ে আসেন বরিশালের কামরুল ইসলাম ও মঈন খান। কিন্তু শেষ ৩ বলে ৩ উইকেট হারিয়ে ম্যাচ হেরে বসে বরিশাল। সবকটিই উইকেটই ছিল রানআউট। তিনটিতেই অবদান ছিল উইকেটরক্ষক নুরুল হাসান সোহানের।

আউটার মাঠে দুপুরের ম্যাচে ঢাকা বিভাগকে ডাকওয়ার্থ-লুইস-স্টার্ন পদ্ধতিতে ২১ রানে হারায় টানা দ্বিতীয় জয় তুলে নিয়েছে রংপুর বিভাগ। আগে ব্যাট করে ৫ উইকেট হারিয়ে ১৪০ রান করে রংপুর। এরপর ম্যাচ ১৭ ওভারে নেমে এলে ঢাকার লক্ষ্য দাঁড়ায় ১৩৪ রানের। তাদের ইনিংস থামে ৯ উইকেটে ১১২ রানে।

স্টেডিয়ামে দুপুরের ম্যাচেও দেখা যায় শেষ ওভারের নাটকীয়তা। রাজশাহী বিভাগকে ৫ রানে হারায় ঢাকা মেট্রো। ১৬৩ রানের লক্ষ্যে ব্যাট করতে থাকা রাজশাহীর শেষ ওভারে দরকার ছিল ১০ রান, হাতে ছিল ২ উইকেট। ক্রিজে ছিলেন ৬০ রানে অপরাজিত থাকা ফরহাদ রেজা। শহিদুল ইসলামের করা ওভারে শেষ দুই উইকেট হারিয়ে রাজশাহী রান তুলতে পারে ১৫৭। চতুর্থ বলে ফরহাদ আউট হন ৩৫ বলে ৭ চার ও ৩ ছক্কায় ৬০ রান করে।

মন্তব্য করুন: