একাদশে ৩ পরিবর্তন নিয়ে তৃতীয় ওয়ানডেতে বাংলাদেশ

১২ ডিসেম্বর ২০২৪

একাদশে ৩ পরিবর্তন নিয়ে তৃতীয় ওয়ানডেতে বাংলাদেশ

ওয়েস্ট ইন্ডিজের কাছে ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ এড়াতে একাদশে তিন পরিবর্তন নিয়ে মাঠে নামছে বাংলাদেশ। আগের দুই ম্যাচে তিন পেসার নিয়ে খেলা মেহেদী হাসান মিরাজের দল তৃতীয় ও শেষ ওয়ানডেতে খেলবে দুই পেসার নিয়ে।

বৃহস্পতিবার সেন্ট কিটসে টস হেরে আবারও আগে ব্যাট করবে বাংলাদেশ। দ্বিতীয় ওয়ানডেতে খেলা তিন পেসারকেই বসানো হয়েছে এই ম্যাচে। প্রথম দুই ম্যাচে গতির ঝড় তোলা নাহিদ রানা ও আরেক পেসার তানজিম হাসান সাকিব ছাড়াও একাদশ থেকে বাদ পড়েছেন শরিফুল ইসলাম।

তাদের জায়গায় খেলবেন দুই তাসকিন আহমেদ ও হাসান মাহমুদ এবং স্পিনার নাসুম আহমেদ।

বাজে ব্যাটিংয়ের খেসারত ইতোমধ্যেই প্রথম দুই ম্যাচ হেরে ১০ বছর পরে ওয়েস্ট ইন্ডিজের কাছে ওয়ানডে সিরিজ হাতছাড়া করেছে বাংলাদেশ।

৩য় ওয়ানডেতে বাংলাদেশ একাদশ:

মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, লিটন দাস, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন, জাকের আলী, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ ও হাসান মাহমুদ।

মন্তব্য করুন: