ছক্কায় লিটন-তামিমকে পেছনে ফেলে শীর্ষে মাহমুদউল্লাহ
১৩ ডিসেম্বর ২০২৪
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরুর আগেও এই ফরম্যাটে ছক্কা হাঁকানোর দিক দিয়ে তামিম ইকবালের বেশ পেছনে ছিলেন মাহমুদউল্লাহ রিয়াদ। তিন ম্যাচের সিরিজে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে থাকা এই ব্যাটার হাঁকিয়েছেন দলের হয়ে এক সিরিজে রেকর্ড ছক্কা। আর তামিমকে পেছনে ফেলে বাংলাদেশের হয়ে ওয়ানডেতে সবচেয়ে বেশি ছক্কার মালিকও এখন অভিজ্ঞ এই ক্রিকেটার।
বৃহস্পতিবার সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে শুরুর আগে তামিমের সমান ১০৩টি ছক্কা ছিল মাহমুদউল্লাহর। রোস্টন চেজের করা ম্যাচের ৪১তম ওভারে ডাউন দ্য উইকেটে এসে লং অফের উপর দিয়ে ছক্কা হাঁকিয়ে সেই রেকর্ড নিজের একার করে নেন তিনি। ম্যাচে মোট চারটি ছক্কা হাঁকানো ৩৮ বছর বয়সী এই ক্রিকেটারের ছক্কা এখন ১০৭টি। খেলেছেন ২০৮ ইনিংস।
২৪০ ইনিংসে ১০৩ ছক্কা নিয়ে তালিকার দুইয়ে আছেন তামিম। তিনে থাকা ১০০ ছক্কা হাঁকানো মুশফিকুর রহিম খেলেছেন ২৫৪ ইনিংস।
সিরিজে তিন ওয়ানডে মিলিয়ে মোট ১১টি ছক্কা হাঁকিয়েছেন মাহমুদউল্লাহ, যা দ্বিপাক্ষিক কোনো সিরিজে বাংলাদেশিদের মধ্যে সর্বোচ্চ। এতদিন এক ওয়ানডে সিরিজে সর্বোচ্চ ১০টি ছক্কার রেকর্ড ছিল লিটন দাসের, ২০২০ সালে জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের সিরিজে।
বাংলাদেশের হয়ে কোনো টুর্নামেন্টেও সবচেয়ে বেশি ছক্কা হাঁকানোর রেকর্ড মাহমুদউল্লাহর। ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে ৭ ইনিংসে ডানহাতি এই ব্যাটার মারেন ১৪টি ছক্কা।
জাতীয় দলের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে আগে থেকেই সবচেয়ে বেশি ছক্কা মারার তালিকায় শীর্ষে থাকা মাহমুদউল্লাহর ছক্কা এখন ২০৮টি। ১৮৮টি ছক্কা নিয়ে পরের অবস্থানে আছেন এক বছরের বেশি সময় জাতীয় দলের বাইরে থাকা তামিম। ১৭৩টি ছক্কা নিয়ে এই তালিকারও তিনে মুশফিক। চারে থাকা সাকিব আল হাসানের ছক্কা ১৩৫টি।
মন্তব্য করুন: