পাকিস্তানের কোচের দায়িত্ব ছেড়েই দিলেন গিলেস্পি

১৩ ডিসেম্বর ২০২৪

পাকিস্তানের কোচের দায়িত্ব ছেড়েই দিলেন গিলেস্পি

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজ শুরুর আগে পাকিস্তানের টেস্ট দলের কোচের পদ থেকে সরে দাঁড়িয়েছেন জেসন গিলেস্পি। ফলে এই ফরম্যাটেও দলের অন্তর্বর্তীকালীন কোচের দায়িত্ব দেওয়া হয়েছে আকিব জাভেদকে।

বৃহস্পতিবার এক বিবৃতিতে গিলেস্পির দায়িত্ব ছাড়ার বিষয়টি নিশ্চিত করে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। একই সঙ্গে জাভেদকে ওয়ানডে ও টি-টুয়েন্টি দলের মতো টেস্ট দলের অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে নিয়োগ দেওয়ার কথা জানানো হয়। আপাতত দক্ষিণ আফ্রিকার মাটিতে দুই ম্যাচের টেস্ট সিরিজে এই দায়িত্বে থাকবেন দেশটির সাবেক এই ক্রিকেটার।

গত কয়েক মাস ধরেই পিসিবির সঙ্গে গিলেস্পির সম্পর্কের অবনতির কথা শোনা যাচ্ছিল। তবে এই সম্পর্কের কফিনের শেষ পেরেকটি হয়তো ঠুঁকে দেয় টেস্ট দলের হাই-পারফরম্যান্স কোচ টিম নিয়েলসনের সঙ্গে পিসিবির চুক্তি নবায়ন না করায় বিষয়টি।

এক প্রতিবেদনে ইএসপিএন ক্রিকইনফো জানায়, নিয়েলসনের সঙ্গে চুক্তি নবায়ন না করায় বোর্ডের ওপর বেশ ক্ষুব্ধ হন গিলেস্পি। শুধু তাই নয়, এই সিদ্ধান্ত নেওয়ার আগে অস্ট্রেলিয়ার সাবেক এই পেসারের সঙ্গে কোনো প্রকার যোগাযোগই করেনি পিসিবি।

গত মার্চে দুই বছরের চুক্তিতে গিলেস্পিকে পাকিস্তানের টেস্ট দলের কোচের দায়িত্ব দেওয়া হয়েছিল। একই সময়ে পাকিস্তানের সাদা বলের কোচ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল গ্যারি কারস্টেনকে। কিন্তু বোর্ডের সঙ্গে সম্পর্কের টানা পোড়েনে গত অক্টোবরে মাত্র ছয় মাসের মাথায় এই দায়িত্ব ছাড়েন বিশ্বকাপজয়ী এই কোচ।

কারস্টেন ও গিলেস্পির সঙ্গে পিসিবির সম্পর্কের অবনতির শুরু হয় তাদের ক্ষমতা কমিয়ে দেওয়ার পর থেকে। নির্বাচক হিসেবে দায়িত্ব পালনের কথা থাকলেও অক্টোবরে ইংল্যান্ডের কাছে প্রথম টেস্টে বাজেভাবে হারার পর তাদেরকে সরিয়ে দেওয়া হয়। এরপর দলে নিজের দায়িত্বকে কেবল ‘ম্যাচ ডে অ্যানালিস্ট হিসেবে অভিহিত করেন গিলেস্পি।

আগামী ২৬ ডিসেম্বর সেঞ্চুরিয়নে শুরু হবে দক্ষিণ আফ্রিকা-পাকিস্তানের দুই ম্যাচের টেস্ট সিরিজ।

মন্তব্য করুন: