বাংলাদেশের বিপক্ষে উইন্ডিজ টি-টুয়েন্টি দলে নতুন মুখ কার্টি
১৩ ডিসেম্বর ২০২৪
সাম্প্রতিক সময়ে ব্যাট হাতে দুর্দান্ত সময় কাটাচ্ছেন কেসি কার্টি। বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজ ছাড়াও ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে ব্যাট হাতে ছিলেন দারুণ ছন্দে। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগেও (সিপিএল) ছিলেন দুর্দান্ত। এরই ধারাবাহিকতায় এবার ওয়েস্ট ইন্ডিজের টি-টুয়েন্টি দলে প্রথমবারের মতো ডাক পেয়েছেন ডানহাতি এই ব্যাটার।
বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের টি-টুয়েন্টি সিরিজকে সামনে রেখে বৃহস্পতিবার দল ঘোষণা করে ওয়েস্ট ইন্ডিজ। চোট কাটিয়ে দলে ফিরেছেন বিধ্বংসী ওপেনার জনসন চার্লস। চোটের কারণে ক্যারিবিয়ানদের সাদা বলের সবশেষ দুই সিরিজে তিনি খেলতে পারেননি।
অস্ট্রেলিয়ার ফ্র্যাঞ্চাইজি লিগ বিগ ব্যাশে খেলতে যাবেন ওয়ানডে অধিনায়ক শাই হোপ ও শারফেইন রাদারফোর্ড। ফলে পুরো সিরিজে এই দুই ক্রিকেটারকে পাবে না ওয়েস্ট ইন্ডিজ। একই কারণে সিরিজের শেষ ম্যাচে খেলবেন না আকিল হোসেন। প্রথম দুই ম্যাচ পর এই স্পিনারের বদলি হিসেবে দলের সঙ্গে যোগ দেবেন পেসার জেইডেন সিলস।
বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজে ব্যাট হাতে তিন ইনিংসে ১৬১ রান করেন কার্টি। শেষ ম্যাচে খেলেন ৮৮ বলে ৯৫ রানের ঝড়ো ইনিংস। এর আগে ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে ডানহাতি এই ব্যাটার ছিলেন আরও বিধ্বংসী। তিন ইনিংসে একটি করে সেঞ্চুরি ও ফিফটিতে মোট রান করেন ২১৮। এছাড়াও এবারের সিপিএলে ১০ ইনিংসে ১২৫ দশমিক ৫১ স্ট্রাইক-রেটে তিনি ২৪৬ রান করেন।
বাংলাদেশ সময় আগামী সোমবার ভোর ৬টায় সেন্ট ভিনসেন্টে সিরিজের প্রথম টি-টুয়েন্টিতে মাঠে নামবে দু’দল। একই মাঠে ১৮ ও ২০ ডিসেম্বর সিরিজের পরের দুই ম্যাচ অনুষ্ঠিত হবে।
টি-টুয়েন্টি সিরিজে ওয়েস্ট ইন্ডিজ দল:
রভম্যান পাওয়েল (অধিনায়ক), ব্র্যান্ডন কিং (সহ-অধিনায়ক), কেসি কার্টি, জনসন চার্লস, জাস্টিন গ্রেভস, টেরেন্স হিন্ডস, আকিল হোসেন (প্রথম দুই ম্যাচ), জেডেন সিল (শেষ ম্যাচ), আলজারি জোসেফ, এভিন লুইস, ওবেদ ম্যাকয়, গুডাকেশ মোটি, নিকোলাস পুরান, রোমারিও শেফার্ড, শামার স্প্রিঙ্গার।
মন্তব্য করুন: