চোট কাটিয়ে তৃতীয় টেস্টে অস্ট্রেলিয়া একাদশে হ্যাজেলউড

১৩ ডিসেম্বর ২০২৪

চোট কাটিয়ে তৃতীয় টেস্টে অস্ট্রেলিয়া একাদশে হ্যাজেলউড

ভারতের বিপক্ষে সিরিজের তৃতীয় টেস্টের একাদশে একটি পরিবর্তন এনেছে অস্ট্রেলিয়া। চোট কাটিয়ে পুরো ফিট হয়ে একাদশে ফিরছেন জশ হ্যাজেলউড। ডানহাতি এই পেসারের প্রত্যাবর্তনে বাদ পড়েছেন অ্যাডিলেইড টেস্ট বল হাতে দারুণ পারফর্ম করা স্কট বোল্যান্ড।

শনিবার ব্রিসবেনের গ্যাবায় বোর্ডার-গাভাস্কার ট্রফির তৃতীয় টেস্টে মাঠে নামবে দু’দল। ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে হ্যাজেলউডের ফেরার বিষয়টি নিশ্চিত করেন অস্ট্রেলিয়া অধিনায়ক প্যাট কামিন্স।

পার্থে সিরিজের প্রথম টেস্টের পর মাংশপেশীতে টান পড়ার কারণে দ্বিতীয় টেস্ট থেকে ছিটকে যান হ্যাজেলউড। তার জায়গায় অ্যাডিলেইডে দিবা-রাত্রির সেই টেস্টে দুই ইনিংস মিলিয়ে ৫টি গুরুত্বপূর্ণ উইকেট নেন বোলান্ড।

গত সপ্তাহজুড়ে কয়েকটি ফিটনেস টেস্ট দেওয়া হ্যাজেলউড বৃহস্পতিবার মিচেল স্টার্কের সঙ্গে পূর্ণ রানআপ নিয়ে অনুশীলন করেন। পুরো সেশনটিকে পর্যবেক্ষণ করেন বোলিং কোচ ড্যানিয়েল ভেটরি।

হ্যাজেলউডের ফেরা নিয়ে কামিন্স বলেন, “তার ফিটনেসে কোনো সমস্যা হয়নি। গতকাল সে দুর্দান্ত বোলিং করেছে এবং অ্যাডিলেইডে কয়েকদিন আগেও বোলিং করেছেন। মেডিকেল টিম পুরোপুরি আত্মবিশ্বাসী।”

"He's had no hiccups," Cummins said. "He had a really good bowl yesterday and a bowl in Adelaide a couple of days previous. The medical team are super confident."

বল হাতে দারুণ পারফর্ম করলেও কামিন্স, হ্যাজেলউড ও স্টার্ক পেসত্রয়ীর কারণে অস্ট্রেলিয়ার টেস্ট একাদশে খুব একটা সুযোগ পান না বোল্যান্ড। ঘরের মাঠে ৭ টেস্টে ১৩ দশমিক ৫৪ গড়ে তার শিকার ৩৩ উইকেট।

তবে কামিন্স মনে করেন, সিরিজের বাকি দুই ম্যাচে বোল্যান্ডের সুযোগ আসবে। মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (এমসিজি) অনুষ্ঠিত হবে সিরিজের চতুর্থ টেস্ট। এই মাঠে দুর্দান্ত রেকর্ড আছে বোল্যান্ডের। ইংল্যান্ডের বিপক্ষে অভিষেকে টেস্টে ৭ রানে ৬ উইকেট নেন তিনি। ফলে এই ম্যাচের জন্য আবারও তাকে বিবেচনা করা হতে পারে।

“এটা কঠিন সিদ্ধান্ত ছিল। অ্যাডিলেইডে সে দুর্দান্ত ছিল। তবে দুঃখজনকভাবে গত ১৮ মাসে সে বেঞ্চে অনেক সময় কাটিয়েছে। যখনই খেলেছে, দারুণ করেছে। তার জন্য এটা হতাশাজনক, তবে সিরিজে এখনো অনেক কিছু বাকি। তাই আমি নিশ্চিত, সে আবার সুযোগ পাবে। তাকে বলেছি এমসিজির জন্য প্রস্তুতি নিতে। কারণ সেখানে আমরা তোমাকে দলে নিতে পারি।”

পাঁচ ম্যাচের সিরিজে এখন পর্যন্ত একটি করে ম্যাচ জিতেছে অস্ট্রেলিয়া ও ভারত।

 

মন্তব্য করুন: