সাকিবের বোলিং নিষিদ্ধ করল ইংল্যান্ড
১৩ ডিসেম্বর ২০২৪
অবৈধ বোলিং অ্যাকশনের দায়ে সাকিব আল হাসানের বোলিং করা থেকে নিষিদ্ধ করেছে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। পরীক্ষায় উতরানোর আগ পর্যন্ত তাদের কোনো টুর্নামেন্টে আর বোলিং করতে পারবেন না বাংলাদেশের এই অলরাউন্ডার।
শুক্রবার এক বিবৃতিতে সাকিবের বোলিং নিষিদ্ধ করার কথা জানায় ইসিবি। প্রায় ২০ বছরের পেশাদার ক্যারিয়ারে এবারই প্রথম এমন কোনো নিষেধাজ্ঞার মুখোমুখি হলেন বাংলাদেশের এই সাবেক অধিনায়ক।
সাকিবের এই নিষেধাজ্ঞা শুরু হয়েছে ১০ ডিসেম্বর। সেদিন ইংল্যান্ডের লাফবরা বিশ্ববিদ্যালয় বাঁহাতি এই স্পিনারের বোলিং অ্যাকশন পরীক্ষার ফল ইসিবি তাদের কাছে পায়।
গত সেপ্টেম্বরের শুরুতে এবারের কাউন্টি চ্যাম্পিয়নশিপের ডিভিশন ওয়ান-এ সারের হয়ে একটি ম্যাচ খেলেন সাকিব। হুট করে ক্রিকেটারের অভাবে পড়ায় সমারসেটের বিপক্ষে ম্যাচের জন্য বাঁহাতি এই অলরাউন্ডারকে একটি ম্যাচের জন্য দলে নেয় তারা।
২০১০-১১ মৌসুমের পর প্রথমবারের মতো কাউন্টিতে ফেরার ম্যাচে বল হাতে দুর্দান্ত ছিলেন সাকিব। দুই ইনিংস মিলিয়ে ৬৩ ওভার বোলিং করে ৯ উইকেট নেন এই বাঁহাতি স্পিনার।
অবশ্য সেই ম্যাচে সাকিবের বোলিংয়ের সময় চাকিং বা ১৫ ডিগ্রির বেশি হাত বাঁকানোর জন্য কোনো নো বল ডাকেননি আম্পায়াররা। কিন্তু পরে ৩৭ বছর বয়সী এই ক্রিকেটারের বোলিং অ্যাকশন নিয়ে সন্দেহ প্রকাশ করেন ম্যাচ আম্পায়াররা। এরপর চলতি মাসের শুরুতে লাফবরা বিশ্ববিদ্যালয়ে বোলিং অ্যাকশনের পরীক্ষা দেন সাকিব।
কাউন্টি খেলে ফেরার পর ভারতের মাটিতে বাংলাদেশের জার্সিতে দুটি টেস্ট খেলেন সাকিব। জাতীয় দলের হয়ে সেটিই ছিল তার শেষ কোনো ম্যাচ। এরপর বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে খেলেছেন তিনি। বর্তমানে খেলছেন শ্রীলঙ্কার লঙ্কা টি-টেন টুর্নামেন্টে।
মন্তব্য করুন: