রুটের মাইলফলকে পৌঁছার দিনে হ্যামিল্টন টেস্টের নিয়ন্ত্রণ নিউ জিল্যান্ডের

১৫ ডিসেম্বর ২০২৪

রুটের মাইলফলকে পৌঁছার দিনে হ্যামিল্টন টেস্টের নিয়ন্ত্রণ নিউ জিল্যান্ডের

ব্যাট হাতে দুর্দান্ত সময় কাটানো জো রুট এবার গড়লেন আরেকটি মাইলফলক। দ্বিতীয় ক্রিকেটার হিসেবে টেস্ট ক্রিকেটে বছরে দ্বিতীয়বারের মতো পনেরশ রান করার কীর্তি গড়েছেন ইংলিশ এই ব্যাটার। তার মাইলফলক স্পর্শের দিনে দেড়শ রানও করতে পারেনি ইংল্যান্ড। আর ব্যাট-বলের দাপটে ৩৪০ রানে এগিয়ে থেকে দ্বিতীয় দিনের খেলা শেষ করেছে নিউ জিল্যান্ড।

হ্যামিল্টনে তিন ম্যাচ সিরিজের শেষ টেস্টে দ্বিতীয় দিনের শুরুতে ৩৪৭ রানে অলআউট হয়েছিল কিউইরা। জবাবে স্বাগতিক বোলারদের তোপে কেবল ১৪৩ রানেই গুটিয়ে যায় ইংল্যান্ড। এরপর উইল ইয়ং কেইন উইলিয়ামসনের ফিফটিতে এখন পর্যন্ত উইকেটে ১৩৬ রান করেছে নিউ জিল্যান্ড।

উইকেটে ৩১৫ রান নিয়ে দিনের খেলা শুরু করা স্বাগতিকদের সংগ্রহ আরও ৩২ রান যোগ করেন মিচেল স্যান্টনার উইল রোর্ক। ১৬তম ওভারের প্রথম বলে স্যান্টনার বোল্ড হলে শেষ হয় তাদের প্রথম ইনিংস। দলের হয়ে সর্বোচ্চ ৭৬ রান করেন বাঁহাতি এই ব্যাটার।

জবাবে শুরুটা আক্রমণাত্মকই করেছিল ইংলিশরা। তবে পঞ্চম ওভারের দ্বিতীয় বলে ৩২ রানের এই জুটি ভাঙেন ম্যাট হেনরি, ফিরতি ক্যাচে জ্যাক ক্রলিকে তুলে নিয়ে। একই ওভারে আরেক ওপেনার বেন ডাকেটকে এলবিডাব্লিউর ফাঁদে ফেলেন ডানহাতি এই পেসার।

তৃতীয় উইকেটে জ্যাকব বেথেল রুট জুটি গড়ে শুরুর চাপ সামাল দেওয়ার চেষ্টা করেন। তবে ৪৪ রানের এই জুটি ভেঙে ইংলিশ ব্যাটিং লাইন-আপে ধসের শুরুটা করেন রোর্ক। ডানহাতি এই পেসার পরের বলেই বোল্ড করেন দুর্দান্ত ছন্দে থাকা হ্যারি ব্রুককে। কদিন আগেই টেস্ট ব্যাটারদের ্যাঙ্কিংয়ের শীর্ষে ওঠা এই ক্রিকেটারের টেস্টে এটি প্রথম গোল্ডেন ডাক।

ইনিংস সর্বোচ্চ ৩২ রান করেন রুটখানিকবাদে রোর্কের তৃতীয় শিকার হয়ে ৩২ রান করে সাজঘরে ফেরেন রুট। এর আগে রিকি পন্টিংয়ের পর দ্বিতীয় ক্রিকেটার হিসেবে এক বছরে দ্বিতীয়বারের মতো পনেরশ রান করার মাইলফলক স্পর্শ করেন তিনি। চলতি বছর তার রান হাজার ৫০২। এর আগে ২০২১ সালে করেছিলেন হাজার ৭০৮ রান। অন্যদিকে অস্ট্রেলিয়ার কিংবদন্তি পন্টিং ২০০৩ সালে হাজার ৫০৩ এবং ২০০৫ সালে হাজার ৫৪৪ রান করেছিলেন।

ষষ্ঠ উইকেটে বেন স্টোকস ও অলি পোপের আগ্রাসী অর্ধশত রানের জুটিতে ম্যাচে ফেরার ইঙ্গিত দেয় ইংলিশরা। কিন্তু ৫২ রানের এই জুটি ভাঙতেই শেষ হয় প্রতিরোধ। ৯ রানে শেষ ৫ উইকেট হারিয়ে ৩৫ ওভার বলে শেষ হয় ইংল্যান্ডের ইনিংস। উইকেট নেন হেনরি। রোর্ক স্যান্টনারের শিকার ৩টি করে উইকেট।

২০৪ রানে এগিয়ে থেকে ব্যাটিংয়ে নেমে ৩৫ রানে অধিনায়ক টম ল্যাথামের উইকেট হারায় নিউ জিল্যান্ড। তবে দ্বিতীয় উইকেটে ইয়ং উইলিয়ামসনের জুটিতে বড় সংগ্রহের দিকে এগুতে থাকে স্বাগতিকরা। একাদশে ফিরে প্রথম ইনিংসে না পারলেও এবার ফিফটি তুলে নেন ইয়ং। দিনের একদম শেষ দিকে ৬০ রান করা এই ব্যাটারকে ফিরিয়ে ৮৯ রানের জুটি ভাঙেন বেন স্টোকস। পরের ওভারে নাইটওয়াচম্যান রোর্ককেও তুলে নেন ইংলিশ অধিনায়ক। ক্যারিয়ারের ৩৮তম ফিফটিতে ৫০ রানে অপরাজিত উইলিয়ামসন রানে থাকা রাচিন রবীন্দ্র তৃতীয় দিনের খেলা শুরু করবেন।

মন্তব্য করুন: