বোলিংয়ে সাকিবের উপর নিষেধাজ্ঞা
১৫ ডিসেম্বর ২০২৪
অবৈধ বোলিং অ্যাকশনের দায়ে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) পর সাকিব আল হাসানের বোলিং নিষিদ্ধ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ফলে এখন থেকে কোনো ঘরোয়া ও আন্তর্জাতিক ক্রিকেটে বোলিং করতে পারবেন না দেশসেরা এই ক্রিকেটার। খেলতে পারবেন শুধু ব্যাটার হিসেবে।
রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে সাকিবের বোলিং নিষিদ্ধের কথা জানায় বিসিবি। যুক্তরাজ্যে আইসিসি অনুমোদিত একটি পরীক্ষাকেন্দ্রে একটি স্বাধীন মূল্যায়নের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আইসিসির অবৈধ বোলিং অ্যাকশন সম্পর্কিত বিধির ১১.৩ ধারা অনুযায়ী, যদি কোনো জাতীয় ক্রিকেট ফেডারেশন তাদের ঘরোয়া ক্রিকেটে কোনো খেলোয়াড়কে বোলিং থেকে নিষিদ্ধ করে, তাহলে এই নিষেধাজ্ঞা স্বয়ংক্রিয়ভাবে আন্তর্জাতিক ক্রিকেট এবং অন্যান্য জাতীয় ক্রিকেট ফেডারেশনের অধীন ঘরোয়া ক্রিকেট প্রতিযোগিতায়ও কার্যকর হয়। এটি আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি পাওয়ার পর থেকেই কার্যকর হয় এবং এর জন্য আলাদা কোনো প্রক্রিয়ার প্রয়োজন হয় না।
গত শুক্রবার অবৈধ বোলিং অ্যাকশনের দায়ে সাকিবকে নিজেদের কোনো ক্রিকেট প্রতিযোগিতাতে বোলিং করার নিষেধাজ্ঞা দিয়েছিল ইসিবি। গত সেপ্টেম্বরে দেশটির কাউন্টি চ্যাম্পিয়নশিপের ডিভিশন ওয়ান-এ সারের হয়ে একটি ম্যাচ খেলেন সাকিব। সমারসেটের বিপক্ষে ম্যাচে বাঁহাতি স্পিনে দুই ইনিংস মিলিয়ে ৬৩ ওভার বোলিং করে তিনি ৯ উইকেট নিয়েছিলেন।
আরও পড়ুন: সাকিবের বোলিং নিষিদ্ধ করল ইংল্যান্ড
সেই ম্যাচে ৩৭ বছর বয়সী ক্রিকেটারের বোলিং অ্যাকশন নিয়ে আম্পায়াররা কোনো সন্দেহ প্রকাশ না করলেও পরে তারা অভিযোগ জানায়। এরপর চলতি মাসের শুরুতে লাফবরা বিশ্ববিদ্যালয়ে বোলিং অ্যাকশনের পরীক্ষা দেন সাকিব।
বিসিবি আরও জানায়, আইসিসি অনুমোদিত একটি পরীক্ষাকেন্দ্রে বোলিং অ্যাকশন পুনর্মূল্যায়নের সুযোগ পাবেন সাকিব। এই পরীক্ষায় তার বোলিং অ্যাকশন বৈধ বলে প্রমাণিত হলে আবারও বোলিংয়ে ফিরতে পারবেন তিনি।
এই বিষয়ে ইসিবি, আইসিসি ও সাকিবের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে বলে বিসিবির তরফ থেকে জানানো হয়েছে। তবে এই বিষয়ে দেশের ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আর কোনো মন্তব্য করবে না।
মন্তব্য করুন: