আবারও হ্যামস্ট্রিংয়ের চোটে স্টোকস, হ্যামিল্টন টেস্টে ব্যাটিং করা নিয়ে শঙ্কা

১৬ ডিসেম্বর ২০২৪

আবারও হ্যামস্ট্রিংয়ের চোটে স্টোকস, হ্যামিল্টন টেস্টে ব্যাটিং করা নিয়ে শঙ্কা

হ্যামস্ট্রিংয়ের চোট কাটিয়ে গত অক্টোবরে মাঠে ফিরেছিলেন বেন স্টোকস। দুমাস না পেরুতেই আবারও পুরোনো চোটে পড়েছেন ইংল্যান্ড টেস্ট অধিনায়ক। ফলে নিউ জিল্যান্ডের বিপক্ষে চলমান হ্যামিল্টন টেস্টে দ্বিতীয় ইনিংসে তার ব্যাট হাতে মাঠে নামা নিয়ে শঙ্কা রয়েছে।

সোমবার হ্যামিল্টনে সিরিজের তৃতীয় শেষ টেস্টের তৃতীয় দিন বোলিংয়ের সময় বাঁ পায়ের হ্যামস্ট্রিংয়ে টান অনুভব করায় মাঠ ছাড়েন স্টোকস। গত আগস্টে ইংল্যান্ডের একশ বলের ঘরোয়া টুর্নামেন্ট দ্য হান্ড্রেডে ব্যাটিংয়ের সময় একই চোটে পড়ায় চারটি টেস্ট খেলতে পারেননি তিনি। এরপর গত ১৫ অক্টোবর পাকিস্তানের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্ট দিয়ে মাঠে ফেরেন এই অলরাউন্ডার।

মাঠ ছাড়ার পর টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে জানানো হয়, চলতি ম্যাচে স্টোকস আর ফিল্ডিংয়ে নামবেন না। আরও পরীক্ষা-নিরীক্ষার পর দ্বিতীয় ইনিংসে তার ব্যাটিংয়ে নামার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

প্রথম দুই টেস্ট জিতে ইতোমধ্যেই তিন ম্যাচের এই সিরিজ জিতে নিয়েছে ইংলিশরা। তৃতীয় টেস্ট জিততে ৬৫৮ রানের লক্ষ্য তাড়া করে তাদের বিশ্ব রেকর্ড গড়তে হবে।

ম্যাচে নিউ জিল্যান্ডের প্রথম ইনিংসে ২৪ ওভার বোলিং করেন স্টোকস, নেন এক উইকেট। দ্বিতীয় ইনিংসে ১৩তম ওভারের দ্বিতীয় ডেলিভারিতে চোটে পড়েন তিনি। সিরিজের আগের দুটি টেস্টের তুলনায় হ্যামিলটন টেস্টে তার বোলিংয়ের পরিমাণ বেশি ছিল। 

চলমান সিরিজের ক্রাইসচার্চে প্রথম টেস্টেও বোলিংয়ের সময় অস্বস্তিতে পড়ায় স্টোকস ওভার অসম্পূর্ণ রেখে বল তুলে দেন গাস অ্যাটকিনসনের হাতে। তবে সে সময় তিনি মাঠেই ছিলেন। ম্যাচ শেষে ইংলিশ অধিনায়ক জানান, শরীরের উপর অতিরিক্ত চাপ না দেওয়ার জন্যই বোলিং বন্ধ করেছিলেন, কারণ ম্যাচ তখন জেতা প্রায় নিশ্চিত ছিল। 

আগামী বছর মে মাসে জিম্বাবুয়ের বিপক্ষে নিজেদের পরবর্তী টেস্ট খেলবে ইংল্যান্ড। এরপর জুলাই-আগস্টে ভারতের বিপক্ষে ঘরের মাঠে খেলবে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ। বছরের শেষে অ্যাশেজ সিরিজ খেলতে অস্ট্রেলিয়া সফর করবে তারা।

মন্তব্য করুন: