ব্যাট হাতে ব্যর্থ লিটনের গ্লাভস হাতে নতুন রেকর্ড

১৬ ডিসেম্বর ২০২৪

ব্যাট হাতে ব্যর্থ লিটনের গ্লাভস হাতে নতুন রেকর্ড

ব্যাট হাতে ব্যর্থতার বৃত্ত থেকে যেন কোনোভাবেই বের হতে পারছেন না লিটন দাস। ফরম্যাট বদলালেও রান নেই অভিজ্ঞ এই ক্রিকেটারের ব্যাটে। তবে এর মাঝেই গ্লাভস হাতে রেকর্ড গড়েছেন তিনি। বাংলাদেশের উইকেটকিপারদের মধ্যে এক টি-টুয়েন্টি ম্যাচে সবচেয়ে বেশি ডিসমিসালের রেকর্ড এখন তার।

বাংলাদেশ সময় সোমবার সকালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের প্রথম টি-টুয়েন্টিতে এই কীর্তি গড়েন লিটন। উইকেটের পেছনে ৫টি আউটে অবদান রাখেন তিনি। পেছনে ফেলেন ৩টি করে ডিসমিসালে অবদান রাখা মুশফিকুর রহিম ও নুরুল হাসান সোহানকে। এর আগে এক ম্যাচে এই দুই ক্রিকেটারের সমান ৩টি ডিসমিসাল ছিল লিটনেরও।

সেন্ট ভিনসেন্টের ম্যাচে ক্যারিবিয়ানদের ৭ রানে হারিয়ে তিন ম্যাচের টি-টুয়েন্টি সিরিজ শুরু করেছে বাংলাদেশ। ব্যাট হাতে এদিন প্রথম বলেই কোনো রান না করে সাজঘরে ফেরেন লিটন। একই প্রতিপক্ষে বিপক্ষে সদ্য শেষ হওয়া ওয়ানডে সিরিজের সবশেষ ম্যাচেও ডাক মারেন তিনি। আগের দুই ম্যাচ মিলিয়ে করেন ৬ রান।

এদিনের ৫টি ডিসমিসালের মধ্যে লিটন ক্যাচ নিয়েছেন ৪টি এবং স্টাম্পিং করেছেন ১টি। রেকর্ডের শুরুটা করেন শেখ মাহেদী হাসানের বলে নিকোলাস পুরানকে স্টাম্পিং করে। এরপর মাহেদীর ওভারে বোলিংয়ে আরও দুটি ক্যাচ নেন তিনি। এছাড়াও তানজিম হাসান সাকিবের বলে গুদাকেশ মোটির ক্যাচও নেন এই সিরিজের বাংলাদেশ অধিনায়ক।

এরপর হাসান মাহমুদের বলে ৬০ রান করা রভম্যান পাওয়েলের ক্যাচ নিয়ে দলকে জয় এনে দিতে অবদান রাখেন লিটন।

আন্তর্জাতিক টি-টুয়েন্টিতে এক ম্যাচে সবচেয়ে বেশি ডিসমিসালের তালিকায় যৌথভাবে দুই নম্বরে আছেন বাংলাদেশের এই উইকেটকিপার। এই স্থানে তার সঙ্গে আছেন আরও ১০ ক্রিকেটার, যাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন ভারতের সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। ৬টি ডিসমিসাল নিয়ে এই তালিকায় সবার ওপরে আছেন নিউ জিল্যান্ডের উইকেটকিপার মাইকেল হে। গত নভেম্বরে শ্রীলঙ্কার বিপক্ষে তিনি এই কীর্তি গড়েন।

মন্তব্য করুন: