বৃষ্টির বাধায় খেলা বন্ধ ৬ বার, ভারতের নেই ৪ উইকেট
১৬ ডিসেম্বর ২০২৪
ব্রিসবেনের বৃষ্টিমুখর এক দিনে দাপট দেখালেন দু’দলের পেসাররাই। তবে দিনের খেলা শেষে এগিয়েই আছেন অস্ট্রেলিয়ার পেসার। বৃষ্টির বাধায় এদিন খেলা বন্ধ হয়েছে ছয় দফা। এর ফাঁকে যে সময় খেলা হয়েছে তাতে মিচেল স্টার্ক-জশ হ্যাজেলউডের পেস তোপে ৪ উইকেট হারিয়েছে ভারত। তৃতীয় দিনের খেলা শেষ রোহিত শর্মার দল পিছিয়ে আছে ৪৪৫ রানে।
সোমবার গ্যাবায় বৃষ্টি বিঘ্নিত তৃতীয় দিনে খেলা হয়েছে মোটে ৩৩ ওভার ১ বল। অ্যালেক্স ক্যারির ফিফটির পর ৪৪৫ রানে প্রথম ইনিংসে অলআউট হয় অস্ট্রেলিয়া। জবাবে ১৭ ওভারে ৪ উইকেট হারিয়ে ৫৫ রান তুলতে পেরেছে ভারত। ৩৩ রানে রাহুল ও রানের খাতা খোলার অপেক্ষায় থাকা রোহিত চতুর্থ দিনের খেলা শুরু করবেন।
সকাল থেকে বৃষ্টি হওয়ায় দিনের খেলা শুরু হতে খানিকটা দেরি হয়। ৭ উইকেটে ৪০৫ রান নিয়ে দিনের খেলা শুরু করা ক্যারি-স্টার্ক জুটি বেশি দূর যেতে পারেনি। দিনের চতুর্থ ওভারে স্টার্ককে (১৮) ফিরিয়ে ইনিংসে নিজের ষষ্ঠ শিকার ধরেন যশপ্রীত বুমরাহ। এর আগেই অবশ্য ৫৩ বলে ক্যারিয়ারের নবম ফিফটি তুলে নেন ক্যারি।
আধা ঘণ্টা পর বৃষ্টি নামায় প্রথম দফায় বন্ধ হয় খেলা। মিনিট দশেক পর খেলা শুরু হলে দ্রুতই গুটিয়ে যায় অস্ট্রেলিয়া। শেষ ব্যাটার হিসেবে ৭০ রান করে আউট হন ক্যারি।
ব্যাট হাতে প্রথম বলেই স্টার্ককে চার মেরে দলকে ভালো শুরু এনে দেওয়ার ইঙ্গিত দেন যশস্বী জয়সোয়াল। কিন্তু পরের বলেই বাঁহাতি এই ব্যাটারকে তুলে নেন স্টার্ক। স্কোয়ার লেগে সহজ ক্যাচ নেন মিচেল মার্শ। নিজের পরের ওভারে দ্বিতীয় আঘাত হানেন স্টার্ক। এবার গালিতে বাঁ দিকে লাফিয়ে শূন্যে ভেসে শুবমান গিলের (১) দুর্দান্ত ক্যাচ নেন মার্শ।
বেশিক্ষণ টিকতে পারেননি বিরাট কোহলিও (৩)। হ্যাজেলউডের করা অফস্টাম্পের বাইরের বল ব্যাটের কানায় লাগলে তা চলে তালুবন্দী করেন উইকেটের পেছনে থাকা ক্যারি। সিরিজের ৫ ইনিংসেই উইকেটের পেছনে ক্যাচ দিয়ে সাজঘরে ফিরলেন কোহলি।
এরপর আরেক দফায় খেলা বন্ধ হলে মধ্যাহ্ন ভোজের বিরতির পর মাঠে নামেন ক্রিকেটাররা। এরপর খেলা বন্ধ হয় আরও দু’দফায়্ পঞ্চমবার মাঠে নামার পরের ওভারেই রিশাভ পান্তকে (৯) তুলে নেন প্যাট কামিন্স। পরের ওভারে আবার নামে বৃষ্টি। দিনের শেষ দিকে আরেকবার খেলা শুরু হলেও তিন ওভার খেলা হতেই আলোকস্বল্পতা ও বৃষ্টির কারণে শেষবারের মতো খেলা বন্ধ হয়। এরপর দিনের খেলার ইতি টানেন আম্পায়াররা।
মন্তব্য করুন: