সাড়ে ৩ বছর পর আফগানিস্তান টেস্ট দলে রশিদ

১৬ ডিসেম্বর ২০২৪

সাড়ে ৩ বছর পর আফগানিস্তান টেস্ট দলে রশিদ

জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজ খেলতে সাড়ে তিন বছরেরও বেশি সময় পর আফগানিস্তান দলে ফিরেছেন রশিদ খান। দুই ম্যাচের সিরিজের জন্য ঘোষণা করা দলে আছে অভিষেকের অপেক্ষায় থাকা সাত ক্রিকেটার।

সোমবার সিরিজকে সামনে রেখে ১৮ সদস্যের দল ঘোষণা করে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। সাদা বলের ক্রিকেটে দুর্দান্ত পারফর্ম করা সেদিকউল্লাহ আটাল প্রথমবারের মতো টেস্ট দলে ডাক পেয়েছেন।

আফগানিস্তানের হয়ে ২০২১ সালের মার্চে সবশেষ টেস্ট খেলেন রশিদ। আবু ধাবির সেই ম্যাচেও তাদের প্রতিপক্ষ ছিল জিম্বাবুয়ে। ২৬ বছর বয়সী এই লেগ স্পিনার এখন পর্যন্ত ৫ টেস্টে শিকার করেছেন ৩৪ উইকেট। ইতোমধ্যেই ইনিংসে ৫ উইকেট পেয়েছেন চারবার। আর ম্যাচে ১০ উইকেট শিকার করেছেন দুইবার।

আফগানিস্তানের ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত পারফর্ম করে দলে ডাক পেয়েছেন ইসমত আলম। প্রথম শ্রেণির ক্রিকেটে এবারের মৌসুমে ব্যাট হাতে ৭ ম্যাচে ৭২৩ রান করেছেন তিনি। এছাড়াও ডানহাতি মিডিয়াম পেসে তার শিকার ১২ উইকেট। অন্যদিকে প্রথম শ্রেণির ক্রিকেটে ১৭ দশমিক ৩৬ গড়ে ৩০ উইকেট নিয়ে দলে ফিরেছেন বাঁহাতি পেসার বশির আহমেদ আফগান।

আগামী ২৬ ডিসেম্বর সিরিজের প্রথম টেস্টে মাঠে নামবে দুদল। দ্বিতীয় ম্যাচ শুরু হবে আগামী ৬ জানুয়ারি। দুটো ম্যাচই হবে বুলাওয়েয়োতে।

জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজের আফগানিস্তান দল:

হাশমতউল্লাহ শহিদি (অধিনায়ক), রহমত শাহ, ইকরাম আলিখাইল, আফসার জাজাই, রিয়াজ হাসান, সেদিকউল্লাহ আটাল, আব্দুল মালিক, বাহীর শাহ মাহবুব, ইসমত আলম, আজমতউল্লাহ ওমরজাই, জহির খান, জিয়া উর রেহমান আকবর, জহির শেহজাদ, রশিদ খান, ইয়ামিন আহমাদজাই, বশির আহমেদ আফগান, নাভিদ জাদরান ও ফরিদ আহমেদ মালিক।

রিজার্ভ: নাসির জামাল, জিয়া উর রহমান শরিফি ও ইব্রাহিম আব্দুলরহিমজাই।

মন্তব্য করুন: