পাকিস্তানের কোচের দায়িত্ব ছাড়া নিয়ে মুখ খুললেন গিলেস্পি

১৬ ডিসেম্বর ২০২৪

পাকিস্তানের কোচের দায়িত্ব ছাড়া নিয়ে মুখ খুললেন গিলেস্পি

দায়িত্ব পাওয়ার নয় মাস না যেতেই পাকিস্তান টেস্ট দলের দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছেন জেসন গিলেস্পি। মূলত দেশটির ক্রিকেট বোর্ডের (পিসিবি) অদক্ষ ব্যবস্থাপনা যোগযোগের অস্পষ্টতার কারণে পদত্যাগ করেন বলে জানিয়েছেন অস্ট্রেলিয়ার সাবেক এই ক্রিকেটার।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পাকিস্তানের টেস্ট সিরিজের আগে গত শুক্রবার কোচের দায়িত্ব থেকে পদত্যাগ করেন গিলেস্পি। গত মার্চে তাকে দুই বছরের চুক্তিতে পাকিস্তানের টেস্ট দলের দায়িত্ব দেওয়া হয়েছিল।

চাকরির ছাড়ার পর সোমবার প্রথমবারের মতো কোনো গণমাধ্যমে কথা বলেন গিলেস্পি। অস্ট্রেলিয়ার এবিসি স্পোর্টসকে দেওয়া এক সাক্ষাৎকারে সাবেক এই কোচ জানান, একের পর এক ঘটনার পর হাই-পারফরম্যান্স কোচের পদ বাতিল করায় অবশেষে তিনি সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন।

"আমি জানতাম, পাকিস্তান অল্প সময়ের মধ্যে কয়েকবার কোচ পরিবর্তন করেছে।আমার মনে হয়, একজন হেড কোচ হিসেবে আপনি আপনার নিয়োগকর্তার সঙ্গে সুস্পষ্ট যোগাযোগ রাখতে চাইবেন। হাই-পারফরম্যান্স কোচ না রাখার সিদ্ধান্ত আমাকে পুরোপুরি বিস্মিত করেছে।” 

হাই-পারফরম্যান্স কোচ টিম নিলসেনের সঙ্গে পিসিবি চুক্তি নবায়ন না করার পরই হেড কোচের পদ থেকে সরে দাঁড়ান গিলেস্পি। তার পরামর্শেই নিলসেনকে সহকারী কোচ হিসেবে নিয়োগ দিয়েছিল পিসিবি।

টিম নিলসেনকে জানানো হলো যে, তার আর কোনো প্রয়োজন নেই। কিন্তু আমাকে এই বিষয়ে কিছুই জানানো হয়নি। আগের কয়েক মাস ধরে যা চলছিল, এরপরই সম্ভবত আমি ভাবি, ‘আমি নিশ্চিত না, তারা আমাকে আসলেই এই পদে রাখতে চায় কি না।’ ”

অস্ট্রেলিয়ার সাবেক এই পেসার আরও জানান, নিলসেন এবং দলের পারফরম্যান্স নিয়ে পিসিবি তাকে ইতিবাচক প্রতিক্রিয়া জানায়। কিন্তু এরপরেও নিলসেনকে সরিয়ে দেওয়ায় গিলেস্পির হতাশা আরও বাড়িয়ে দেয়।

টেস্ট অধিনায়ক শান মাসুদের সঙ্গে আমার ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি হয়েছিল এবং মনে হচ্ছিল আমরা সঠিক পথে এগোচ্ছি।টিমের কাজেও খেলোয়াড়রা অনেক উপকৃত হচ্ছিল।

গত অক্টোবরে ইংল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে - ব্যবধানে টেস্ট সিরিজে জয় পায় পাকিস্তান। যদিও প্রথম ম্যাচে ৫৫৬ রান করার পরেও ইনিংস ৪৭ রানে হেরেছিল তারা। এরপরই গিলেস্পিকে জানানো হয়, একটি নতুন নির্বাচক প্যানেল গঠন করা হবে এবং তিনি এর অংশ থাকবেন না। 

আমি বুঝতে পারছিলাম, আমার ভূমিকা সীমিত করে দেওয়া হচ্ছে। আপনি নির্বাচক, নেতৃত্বস্থানীয় ব্যক্তিদের সঙ্গে পরিষ্কারভাবে যোগাযোগ করতে চাইবেন। উদাহরণ হিসেবে, ম্যাচের আগে এমনকি কমপক্ষে আগের দিন পর্যন্ত হেড কোচ হিসেবে দলের চূড়ান্ত একাদশ সম্পর্কে জানা।” 

গিলেস্পির পদত্যাগের পর পাকিস্তানের অন্তর্বর্তীকালীন টেস্ট কোচ হিসেবে দেশটির সাবেক পেসার আকিব জাভেদকে নিয়োগ দিয়েছে পিসিবি।

মন্তব্য করুন: