শেষ টি-টুয়েন্টি থেকে ছিটকে গেলেন সৌম্য

১৮ ডিসেম্বর ২০২৪

শেষ টি-টুয়েন্টি থেকে ছিটকে গেলেন সৌম্য

আঙুলের চোটে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চলমান টি-টুয়েন্টি সিরিজ থেকে ছিটকে গেছেন সৌম্য সরকার। সিরিজের তৃতীয় ও শেষ টি-টুয়েন্টিতে বাঁহাতি এই ওপেনারকে ছাড়াই নামতে হবে বাংলাদেশকে।

বাংলাদেশ সময় বুধবার সকালে সেন্ট ভিনসেন্টে ফিল্ডিংয়ের সময় আঙুলে চোট পান সৌম্য। পরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে তার খেলতে না পারার বিষয়টি নিশ্চিত করে বিসিবি। চোট থেকে সেরে উঠতে তিন থেকে চার সপ্তাহ সময় লাগতে পারে বলে জানানো হয়েছে। ফলে বিপিএলের শুরুর দিকে সৌম্যকে দলে পাবে না রংপুর রাইডার্স।

ওয়েস্ট ইন্ডিজ ইনিংসের সপ্তম ওভারে তানজিম হাসান সাকিবের বলে স্লিপে ক্যাচ নিতে গিয়ে তর্জনীতে আঘাত পান সৌম্য। ক্যারিবিয়ান অধিনায়ক রভম্যান পাওয়েলের ক্যাচ নেওয়ার সময় বল আঙুলে লাগলে তখনই মাটিতে শুয়ে পড়েন তিনি। এরপর মাঠে প্রাথমিক চিকিৎসায় কাজ না হওয়ায় বেড়িয়ে যান। খানিক সময় পর স্ক্যানের জন্য অ্যাম্বুলেন্সে করে তাকে স্টেডিয়াম ছাড়তে দেখা যায়।

জাতীয় দলের ফিজিও বায়জেদুল ইসলামের বরাত দিয়ে বিজ্ঞপ্তিতে জানানো হয়, সৌম্যর ডানহাতের তর্জনী আঙুলে কেটে যাওয়ায় সেখানে পাঁচটি সেলাই দেওয়া হয়েছে।

আগামী শুক্রবার বাংলাদেশ সময় সকাল ৬টায় ক্যারিবিয়ানদের টি-টুয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ করার লক্ষ্যে মাঠে নামবে বাংলাদেশ। এই সিরিজ শেষে বিপিএলের প্রস্তুতি নেবেন জাতীয় দলের ক্রিকেটাররা। আগামী ৩০ ডিসেম্বর মাঠে গড়াবে দেশের একমাত্র ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগটি।

মন্তব্য করুন: