আন্তর্জাতিক ক্রিকেটকে অশ্বিনের বিদায়
১৮ ডিসেম্বর ২০২৪
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন রবিচন্দ্রন অশ্বিন। ভারতের হয়ে বল হাতে ঘূর্ণি যাদুতে প্রতিপক্ষকে অসংখ্যবার দিশেহারা করা এই ক্রিকেটার ব্রিসবেন টেস্ট শেষ হওয়ার পরপরই জাতীয় দলের হয়ে ১৪ বছরের পথচলার ইতি টানার সিদ্ধান্তের কথা জানিয়েছেন।
বুধবার অস্ট্রেলিয়ার বিপক্ষে বৃষ্টি বিঘ্নিত ব্রিসবেন টেস্টের পঞ্চম দিন ম্যাচ ড্র হওয়ার পর সংবাদ সম্মেলনে অবসরের ঘোষণা দেন ৩৮ বছর বয়সী এই ক্রিকেটার। এ সময় তার পাশে ছিলেন অধিনায়ক রোহিত শর্মা। বৃহস্পতিবার অস্ট্রেলিয়া থেকে দেশের উদ্দেশে রওনা দেবেন অশ্বিন।
“আন্তর্জাতিক পর্যায়ে সব ফরম্যাটে ভারতীয় ক্রিকেটার হিসেবে এটা আমার শেষ দিন। আমার মনে হয়, ক্রিকেটার হিসেবে আমার এখনও কিছু দেওয়ার বাকি আছে। তবে আমি সেটা ক্লাব পর্যায়ের ক্রিকেটে দেখাতে চাই।”
দীর্ঘ ক্যারিয়ারের কথা স্মরণ করে অশ্বিন বলেন, “আমি অনেক মজা করেছি, অনেক স্মৃতি তৈরি করেছি রোহিত এবং আমার অনেক সতীর্থদের সঙ্গে। যদিও গত কয়েক বছরে আমরা অনেককেই (অবসরের কারণে) হারিয়েছি।”
২০১০ সালে ওয়ানডে ও টি-টুয়েন্টি ফরম্যাট দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে যাত্রা শুরু করেন অশ্বিন। তবে সবচেয়ে বেশি সফলতা পান টেস্ট ক্রিকেটে। ২০১১ সালের নভেম্বরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজ দিয়ে সাদা পোশাকে যাত্রা শুরু করেন এই অলরাউন্ডার।
ক্যারিয়ার শেষ করলেন টেস্টে ভারতের দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারি হিসেবে। ১০৬ টেস্টে ২৪ গড়ে এই অফ-স্পিনারের শিকার ৫৩৭ উইকেট। ১৩২ টেস্টে ৬১৯ উইকেট নিয়ে অশ্বিনের উপরে আছেন অনিল কুম্বলে।
উইকেট শিকার ছাড়াও টেস্টে লোয়ার-অর্ডারে ব্যাট হাতে গুরুত্বপূর্ণ সময়ে দলের হাল ধরেছেন অশ্বিন। ছয়টি সেঞ্চুরি ও ১৪ ফিফটিতে করেছেন ৩ হাজার ৫০৩ রান। টেস্ট ইতিহাসে ৩ হাজার ও তিনশ উইকেট শিকার করা ১১ ক্রিকেটারের একজন তিনি। এছাড়াও টেস্টে শ্রীলঙ্কার কিংবদন্তি স্পিনার মুত্তিয়া মুরালিধরনের সমান রেকর্ড ১১ বার টেস্টে সিরিজ সেরা খেলোয়াড়ের খেতাব জিতেছেন।
১১৬ ওয়ানডেতে ৩৩ দশমিক ২০ গড়ে অশ্বিন শিকার করেছেন ১৫৬ উইকেট। ছিলেন ভারতের ২০১১ ওয়ানডে বিশ্বকাপজয়ী দলের সদস্যও। ৬৫ টি-টুয়েন্টিতে এই অফ-স্পিনে নিয়েছেন ৭২ উইকেট।
মন্তব্য করুন: