ব্রিসবেন টেস্টে শেষ হাসি বৃষ্টির

১৮ ডিসেম্বর ২০২৪

ব্রিসবেন টেস্টে শেষ হাসি বৃষ্টির

বৃষ্টির শঙ্কা মাথায় নিয়ে ৭ উইকেটে ৮৯ রান করে নিজেদের দ্বিতীয় ইনিংস ঘোষণা করেছিল অস্ট্রেলিয়া। উদ্দেশ্য ছিল দিনের বাকিটা সময়ের মধ্যে ভারতকে গুটিয়ে দিয়ে ম্যাচ নিজেদের করে নেওয়ার। কিন্তু ভারতের ইনিংসে আবার বৃষ্টি নামায় তা আর হয়নি। ড্র হয়েছে বৃষ্টিবিঘ্নিত সিরিজের তৃতীয় টেস্ট।

বুধবার ব্রিসবেন টেস্টের শেষ দিন খেলা হয়েছে মোটে ২৫ ওভার। ভারতকে ২৬০ রানে অলআউট করে দেওয়ার পর বৃষ্টির বাধা পেরিয়ে দ্বিতীয় ইনিংসে ১৮ ওভার ব্যাটিং করে অস্ট্রেলিয়া। যশপ্রীত বুমরাহ-মোহাম্মদ সিরাজদের পেস তোপে হিমশিম খেতে থাকা স্বাগতিকরা ২৭৪ রানে এগিয়ে থাকা অবস্থায় নিজেদের ইনিংস ঘোষণা করে দেয়। লক্ষ্য তাড়ায় ২ ওভার ১ বলে ভারত ৮ রান তোলার পর আলোকস্বল্পতার কারণে প্রথমে খেলা বন্ধ হয়। এরপর আবার বৃষ্টি নামলে ড্র মেনে নেয় দুই দল।

এই ম্যাচ ড্র হওয়ায় সরাসরি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলার সম্ভাবনা এখনও টিকে রইল ভারতের।

পাঁচ দিনের ব্রিসবেনে টেস্টে ৪৫০ ওভারের মধ্যে বৃষ্টির কারণে খেলা হয়েছে ২০৬ ওভার ১ বল। এর মধ্যে প্রথম দিন সবচেয়ে কম ১৩ ওভার ২ বলের খেলা হয়েছে। কেবল দ্বিতীয় দিন বৃষ্টির বাধা ছাড়া পুরো দিনের খেলা হয়েছিল।

সেদিন স্টিভেন স্মিথ (১০১) ও ট্র্যাভিস হেডের (১৫২) সেঞ্চুরির ওপর ভর করে বড় সংগ্রহের ভিত পায় অস্ট্রেলিয়া। পরের দিন অ্যালেক্স ক্যারির ফিফটিতে ৪৪৫ রানে থামে অস্ট্রেলিয়ার প্রথম ইনিংস।

পঞ্চম দিন আলোকস্বল্পতার কারণে খেলা বন্ধ হওয়ার পর আর কোনো বল মাঠে গড়ায়নিজবাবে অস্ট্রেলিয়ার পেস তোপে ৪৪ রানে ৪ উইকেট হারিয়ে দারুণ চাপে পড়েছিল ভারত। কিন্তু বৃষ্টির বাধায় সেদিন বেশিক্ষণ খেলা না হওয়ায় বড় বিপদে পড়তে হয়নি রোহিত শর্মার দলকে।

চতুর্থ দিনও বৃষ্টির আসা-যাওয়ার মধ্যে চলতে থাকে খেলা। লোকেশ রাহুলের ৮৪ ও রবীন্দ্র জাদেজার ৭৭ রানের পরও ফলো-অনের শঙ্কায় পড়েছিল ভারত। তবে শেষ উইকেটে বুমরাহ ও আকাশ দীপের জুটিতে সেই শঙ্কা কাটিয়ে পঞ্চম দিন পর্যন্ত ব্যাটিংয়ে যায় তারা। শেষ দিন ৪৭ রানের এই জুটি ভাঙেন হেড।

এরপর ভারতীয় পেস তোপে ১১ ওভারে ৩৩ রানে ৫ উইকেট হারায় অজিরা। তবে হেড, ক্যারি ও অধিনায়ক প্যাট কামিন্সের ব্যাটে দ্রুত রান তুলে ইনিংস ঘোষণা করে স্বাগতিকরা।

আগামী ২৬ ডিসেম্বর মেলবোর্নে সিরিজের চতুর্থ টেস্টে মাঠে নামবে দুদল।

মন্তব্য করুন: