নতুন ফিনিশার শামীমের কাজ শুধু ‘মারা’
১৮ ডিসেম্বর ২০২৪
বোলারদের নৈপুণ্যে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে প্রথমবারের মতো টি-টুয়েন্টি সিরিজ জিতেছে বাংলাদেশ। তবে দলের ব্যাটারদের চলমান দৈন্যদশায় এটিও হতো না যদি না শামীম হোসেন পাটোয়ারী দলে থাকতেন। ঝড়ো ব্যাটিংয়ে দুই ম্যাচেই বোলারদের লড়াই করার মতো স্কোর এনে দিয়েছেন তিনি। আর দ্বিতীয় টি-টুয়েন্টিতে ম্যাচসেরার পুরস্কার পেয়ে বাঁহাতি এই ব্যাটার জানিয়েছেন, তার কাজ হলো শুধু মারা।
বাংলাদেশ সময় বুধবার সকালে সেন্ট ভিনসেন্টে সিরিজের দ্বিতীয় টি-টুয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজকে ২৭ রানে হারিয়ে তিন ম্যাচের সিরিজ নিজেদের করে নেয় টাইগাররা।
জয়ের অন্যতম নায়ক শামীম যখন ক্রিজে আসেন তখন ১৪ ওভার ২ বলে দলের সংগ্রহ ছিল ৬ উইকেটে ৭২ রান। এরপরের গল্পটা শুধুই ২৪ বছর বয়সী এই ক্রিকেটারের। ১৭ বলে দুটি করে চার ও ছক্কায় ৩৫ রানে অপরাজিত থেকে দলকে লড়াই করার মতো সংগ্রহ এনে দেন তিনি। তার কল্যাণে শেষ চার ওভারে দলের খাতায় যোগ হয় ৪২ রান।
ম্যাচ শেষে এই ক্রিকেটার বলেন, “কত দিন পর জাতীয় দলে ফিরেছি, তাই খুব ভালো লাগছে। আমি হলাম ফিনিশার, আমার কাজই হলো মারা। শেষ কয়েক মাসে পরিশ্রম তো কম করিনি।”
এর আগে সিরিজের প্রথম টি-টুয়েন্টি দিয়ে প্রায় এক বছর পর জাতীয় দলে ফেরেন শামীম। সেই ম্যাচেও শেষ দিকে এসে ১৩ বলে ৩ ছক্কা ও এক চারে ২৭ রান করেন তিনি। তার এই ঝড়ো ইনিংসের সুবাদে ৬ উইকেটে ১৪৭ রানের সংগ্রহ পায় বাংলাদেশ। শেষ পর্যন্ত ম্যাচ জেতে ৭ রানে।
মন্তব্য করুন: