পাকিস্তানের বিপক্ষে দ. আফ্রিকা টেস্ট দলে নতুন মুখ বোশ, মাফাকা
১৯ ডিসেম্বর ২০২৪
পাকিস্তানের বিপক্ষে আসন্ন দুই ম্যাচের গুরুত্বপূর্ণ টেস্ট সিরিজের জন্য অলরাউন্ডার করবিন বোশ ও পেসার কোয়েনা মাফাকাকে দলে ডেকেছে দক্ষিণ আফ্রিকা।
অলরাউন্ডার ভিয়ান মুল্ডার আঙুলের চোটে শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় টেস্টে খেলতে পারেননি। তবে তাকে দলে রেখে ফিটনেস প্রমাণের সুযোগ দিচ্ছে টিম ম্যানেজমেন্ট। তার বিকল্প হিসেবে বর্ধিত ১৬ জনের দলে বোশ এবং ১৮ বছর বয়সী মাফাকাকে রাখা হয়েছে।
দক্ষিণ আফ্রিকা বর্তমানে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের শীর্ষে রয়েছে। আগামী ২৬ ডিসেম্বর শুরু হতে যাওয়া দুই ম্যাচের টেস্ট সিরিজের একটিতে জিতলেই তারা আগামী জুনে লর্ডসে ফাইনাল নিশ্চিত করবে।
দলের প্রধান কোচ শুকরি কনরাড বলেন, “করবিনের ব্যাট এবং বলের সামর্থ্য আমাদের গভীরতা বাড়াবে এবং তার গতি আক্রমণে নতুন মাত্রা যোগ করবে। আমরা তাকে টেস্ট ক্রিকেটে দেখার জন্য রোমাঞ্চিত।”
৩০ বছর বয়সী বোশ দক্ষিণ আফ্রিকার সাবেক ফাস্ট বোলার টার্টিয়াস বোশের ছেলে। টার্টিয়াস ১৯৯২ সালে আন্তর্জাতিক ক্রিকেটে দক্ষিণ আফ্রিকার ফেরার পর প্রথম টেস্টে খেলেছিলেন। তবে মাত্র ৩৩ বছর বয়সে তার মৃত্যু হয়।
অন্যদিকে চোটের কারণে পাকিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডে থেকে ছিটকে যাওয়া কেশব মহারাজও টেস্ট স্কোয়াডে জায়গা পেয়েছেন।
কনরাড বলেন, “আমরা কেশের চোটের দিকে নজর রাখছি এবং আশা করছি এটি গুরুতর কিছু নয়।”
সিরিজের প্রথম টেস্ট হবে সেঞ্চুরিয়নের সিম সহায়ক উইকেটে। দলে মহারাজ ছাড়াও অন্য বিশেষজ্ঞ স্পিনার হিসেবে আছেন কেবল সেনুরান মুথুসামি।
দক্ষিণ আফ্রিকা টেস্ট স্কোয়াড:
টেম্বা বাভুমা (অধিনায়ক), ডেভিড বেডিংহ্যাম, করবিন বোশ, ম্যাথিউ ব্রিটস্কি, টনি ডি জর্জি, মার্কো ইয়েনসেন, কেশব মহারাজ, কোয়েনা মাফাকা, এইডেন মারক্রাম, ভিয়ান মুল্ডার, সেনুরান মুথুসামি, ডেইন প্যাটারসন, কাগিসো রাবাদা, রায়ান রিকেলটন, ট্রিস্ট্যান স্টাবস, কাইল ভেরেইনা।
মন্তব্য করুন: