পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ থেকে ছিটকে গেলেন মহারাজ
১৯ ডিসেম্বর ২০২৪
দক্ষিণ আফ্রিকার প্রথম পছন্দের স্পিনার কেশব মহারাজ চোটের কারণে পাকিস্তানের বিপক্ষে সিরিজের বাকি দুই ওয়ানডে থেকে ছিটকে গেছেন। আগামী ২৬ ডিসেম্বর শুরু হতে যাওয়া দুই ম্যাচের গুরুত্বপূর্ণ টেস্ট সিরিজেও তার খেলা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে।
কুচকির চোটে ৩৪ বছর বয়সী মহারাজ বৃহস্পতিবার কেপটাউনে এবং আগামী রোববার জোহানেসবার্গে হতে যাওয়া ৫০ ওভারের ম্যাচগুলোতে খেলতে পারবেন না। তবে তার চোট নিয়ে মূল দুশ্চিন্তা টেস্ট সিরিজকে ঘিরে।
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে শীর্ষে থাকা দক্ষিণ আফ্রিকা পাকিস্তানের বিপক্ষে দুই টেস্টের একটিতে জয় পেলেই আগামী জুনে লর্ডসে হতে যাওয়া ফাইনালে সরাসরি জায়গা নিশ্চিত করবে।
মহারাজ যদি টেস্ট সিরিজে না খেলতে পারেন, তবে দলে একমাত্র বিশেষজ্ঞ স্পিনার হিসেবে থাকবেন তুলনামূলক অনভিজ্ঞ সেনুরান মুথুসামি। ওয়ানডে সিরিজে মহারাজের জায়গায় ডাক পেয়েছেন স্পিনার বিয়র্ন ফোর্টুইন।
মন্তব্য করুন: