হাইব্রিড মডেলেই হচ্ছে চ্যাম্পিয়নস ট্রফি
১৯ ডিসেম্বর ২০২৪
চ্যাম্পিয়নস ট্রফি আয়োজন নিয়ে শেষ পর্যন্ত ভারতের কথাই মানতে হচ্ছে আইসিসি ও পিসিবিকে। হাইব্রিড মডেলে অনুষ্ঠিত হবে এবারের আসর। অর্থাৎ নিজেদের ম্যাচগুলো খেলতে পাকিস্তানে যাবে না ভারত।
বৃহস্পতিবার আইসিসির ওয়েবসাইটে বলা হয়, ২০২৪ থেকে ২০২৭ সাল পর্যন্ত চক্রে আইসিসির কোনো টুর্নামেন্ট পাকিস্তানে হলে ভারতের ম্যাচগুলো নিরপেক্ষ ভেন্যুতে হবে। একইভাবে ভারতে কোনো টুর্নামেন্ট হলে পাকিস্তানের ম্যাচগুলো নিরপেক্ষ ভেন্যুতে আয়োজন করা হবে।
এর মধ্যে পাকিস্তানে শুরু হতে যাওয়া ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফি, ভারতে হতে যাওয়া ২০২৫ মেয়েদের ওয়ানডে বিশ্বকাপ, ২০২৬ সালে ভারত ও শ্রীলঙ্কায় হতে যাওয়া ছেলেদের টি-টুয়েন্টি বিশ্বকাপ রয়েছে। এমনকি পাকিস্তানে বসতে যাওয়া ২০২৮ সালের টি-টুয়েন্টি বিশ্বকাপও এই চুক্তির আওতায় থাকতে পারে।
টুর্নামেন্ট শুরুর আগে আয়োজক বোর্ডকে নিরপেক্ষ ভেন্যুর বিষয়টি আইসিসির কাছ থেকে অনুমোদন নিতে হবে।
আগামী ১৯ ফেব্রুয়ারি পাকিস্তানে আট বছর পর মাঠে গড়াবে চ্যাম্পিয়নস ট্রফির আসর। টুর্নামেন্টের সূচি দ্রুত নির্ধারণ করা হবে বলে আইসিসি জানিয়েছে। পাকিস্তান ও ভারত ছাড়াও এবারের আসরে অংশ নেবে – বাংলাদেশ, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, নিউ জিল্যান্ড ও আফগানিস্তান।
মন্তব্য করুন: