এনসিএল টি-টুয়েন্টিতে ‘অলরাউন্ডার’ শান্ত
১৯ ডিসেম্বর ২০২৪
কুঁচকির চোট থেকে সময়মতো সেরে না ওঠায় দলের সঙ্গে ওয়েস্ট ইন্ডিজ সফরে যাননি নাজমুল হোসেন শান্ত। চোট কাটিয়ে মাঠে ফেরার লড়াইয়ের মঞ্চ হিসেবে জাতীয় দলের নিয়মিত অধিনায়ক খেলছেন জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল) টি-টুয়েন্টিতে। আর লিগ পর্বের শেষ দিন ব্যাট হাতে ফিফটির পর বল হাতে এক উইকেট শিকার করে জিতিয়েছেন রাজশাহী বিভাগকে।
বৃহস্পতিবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সিলেট বিভাগকে ২৬ রানে হারায় রাজশাহী। আগে ব্যাট করে শান্তর ৪৮ বলে ৭৮ রানের সুবাদে ৮ উইকেটে ১৮১ রানের সংগ্রহ পায় তার দল। লক্ষ্য তাড়ায় জিশান আলমের ফিফটিতে একটা সময় পর্যন্ত জয়ের পথে ছিল সিলেট। কিন্তু ডানহাতি তরুণ এই ব্যাটার সাজঘরে ফিরলে শেষ হয় সেই আশা। তাদের ইনিংস থামে ৮ উইকেটে ১৫৫ রানে।
গত শনিবার বরিশাল বিভাগের বিপক্ষে ম্যাচ দিয়ে মাঠে ফেরেন শান্ত। প্রত্যাবর্তনের ম্যাচে ৫৪ বলে ৮০ রানের দারুণ এক ইনিংস খেলেছিলেন তিনি। কিন্তু পরের তিন ম্যাচেই ব্যাট হাতে ব্যর্থ হন। শেষটা করলেন ৬ চার ও ৫ ছক্কার ম্যাচজয়ী ইনিংস খেলে। এদিন ডানহাতি অফস্পিনে ৪ ওভারে ১৯ রানের বিনিময়ে ১ উইকেট নেন তিনি।
শান্তর অলরাউন্ড নৈপুণ্যে ম্যাচ জেতা রাজশাহী আগেই টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে। ৭ ম্যাচে ২ জয়ে তালিকার ছয় নম্বরে থেকে আসর শেষ করল শান্ত, মুশফিকুর রহিম ও তাওহিদ হৃদয়দের মতো জাতীয় দলের তারকাদের নিয়ে গড়া দলটি।
আউটার মাঠে তামিম ইকবালবিহীন চট্টগ্রাম বিভাগকে ১৭ রানে হারিয়ে লিগ পর্বের ৭ ম্যাচই জিতে নেয় ঢাকা মেট্রো। তাদের দেওয়া ১৫৯ রানের লক্ষ্য তাড়ায় চট্টগ্রামে ইনিংস থামে ৯ উইকেটে ১৪১ রানে।
একই মাঠে দুপুরের ম্যাচে রংপুর বিভাগকে ৩৪ রানে হারিয়ে প্লে-অফ নিশ্চিত করেছে খুলনা বিভাগ। মোহাম্মদ মিঠুনের ৭১, যুব এশিয়া কাপজয়ী অধিনায়ক আজিজুল হাকিম তামিমের ৬৬ এবং শেষ দিকে ইমরুল কায়েসের ১৯ বলে ঝড়ো ৪০ রানের ইনিংসে ৪ উইকেটে ১৯৫ রানের সংগ্রহ পায় খুলনা। জবাবে ৯ উইকেটে ১৬১ রানে থামে রংপুরের ইনিংস।
সিলেট স্টেডিয়ামে দুপুরের ম্যাচে বরিশাল বিভাগকে ১৯ রানে হারিয়ে দ্বিতীয় জয় নিয়ে আসর শেষ করেছে ঢাকা বিভাগ। ১৭৯ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নামা বরিশালের ইনিংস থামে ৬ উইকেটে ১৫৯ রানে।
মন্তব্য করুন: