এনসিএল টি-টুয়েন্টির প্লে-অফে উঠল যারা

১৯ ডিসেম্বর ২০২৪

এনসিএল টি-টুয়েন্টির প্লে-অফে উঠল যারা

প্রথমবারের মতো মাঠে গড়ানো জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল) টি-টুয়েন্টির লিগ পর্ব শেষে অপরাজিত দল হিসেবে প্লে-অফে উঠেছে ঢাকা মেট্রো। তাদের সঙ্গী হিসেবে শেষ চারে উঠেছে রংপুর, খুলনা ও চট্টগ্রাম বিভাগ।

বৃহস্পতিবার লিগ পর্বের শেষ দিন বরিশাল বিভাগকে হারিয়ে টানা সপ্তম ম্যাচ জিতে নেয় ঢাকা মেট্রো। অন্যদিকে আগেই প্লে-অফ নিশ্চিত করা রংপুরকে হারিয়ে শেষ চারের টিকিট পায় খুলনা। আর নেট রান-রেটে এগিয়ে থাকায় ঢাকা বিভাগকে পেছনে ফেলে তাদের সঙ্গী হয় চট্টগ্রাম।

প্লে-অফের লড়াই শুরু হবে আগামী শনিবার। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সকাল সাড়ে ৯টায় এলিমিনেটরে মুখোমুখি হবে পয়েন্ট তালিকার তিন নম্বর দল খুলনা এবং চার নম্বর দল চট্রগ্রাম। এরপর দুপুর দেড়টায় প্রথম কোয়ালিফায়ারে মাঠে নামবে শীর্ষ দুই দল ঢাকা মেট্রো ও রংপুর। এই ম্যাচের জয়ী দল সরাসরি ফাইনালে চলে যাবে।

রোববার একই ভেন্যুতে দুপুর সাড়ে ১২টায় দ্বিতীয় কোয়ালিফায়ারে মুখোমুখি হবে এলিমিনেটরে জয়ী দল এবং প্রথম কোয়ালিফারে পরাজিত দল। এখানের জয়ী দল ফাইনালে খেলবে।

একই মাঠে এনসিএল টি-টুয়েন্টির প্রথম আসরের ফাইনাল অনুষ্ঠিত হবে আগামী মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায়।

মন্তব্য করুন: