লিগ পর্বে রানে সেরা জিশান, বোলিংয়ে আলাউদ্দিন

১৯ ডিসেম্বর ২০২৪

লিগ পর্বে রানে সেরা জিশান, বোলিংয়ে আলাউদ্দিন

প্রথমবারের মতো আয়োজিত জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল) টি-টুয়েন্টির প্রথম দিনই শতক হাঁকিয়েছিলেন জিশান আলম। সিলেট বিভাগের হয়ে খেলা ডানহাতি এই তরুণ ব্যাটার লিগ পর্বের শেষ দিনেও ব্যাট হাতে ঝলক দেখিয়েছেন। এই পর্ব শেষে রান সংগ্রাহকের তালিকার শীর্ষেও আছেন তিনি। অন্যদিকে উইকেটশিকারির তালিকায় সবার ওপরে আছেন রংপুরের পেসার আলাউদ্দিন বাবু।

বৃহস্পতিবার রাজশাহী বিভাগের বিপক্ষে ৩২ বলে ৫ ছক্কা ও ২ চারে ৬০ রানের ইনিংস খেলেন জিশান। তবে দল হেরে যাওয়ায় লিগ পর্ব থেকেই তাকে বিদায় নিতে হয়েছে। লিগ পর্বের ৭ ম্যাচে দলের হয়ে ইনিংস শুরু করা এই ক্রিকেটার আসর শেষ করেছেন ২৮১ রান নিয়ে। ৪০ দশমিক ১৪ গড়ে এই রান তুলেছেন ১৫৮ দশমিক ৭৬ স্ট্রাইক-রেটে। একটি সেঞ্চুরির সঙ্গে হাঁকিয়েছেন দুটি ফিফটি। সর্বোচ্চ ২২টি ছক্কাও এসেছে ২০ বছর বয়সী এই ক্রিকেটারের ব্যাটে।

অন্যদিকে ৭ ইনিংসে ২৫৯ রান নিয়ে তালিকার দুইয়ে থেকে লিগ পর্ব শেষ করেছেন রাজশাহীর হাবিবুর রহমান। ১৬০ দশমিক ৮৭ স্ট্রাইক-রেটে রান তোলা ডানহাতি এই ব্যাটার ফিফটি হাঁকিয়েছেন একটি। দ্বিতীয় সর্বোচ্চ ১৭টি ছক্কা তার।

২৪৮ রান নিয়ে তালিকার তিনে আছেন ঢাকা মেট্রোর অধিনায়ক নাইম শেখ, স্ট্রাইক-রেট ১৪৯ দশমিক ৪০। পয়েন্ট তালিকার শীর্ষে থেকে তার দল প্লে-অফে যাওয়ায় আরও অন্তত দুটি ম্যাচ খেলার সুযোগ পাবেন বাঁহাতি এই ব্যাটার।

অন্যদিকে ৪ ম্যাচে ১৯০ রান নিয়ে তালিকার ১০ নম্বরে থেকে লিগ পর্ব শেষ করেছেন তামিম ইকবাল। ১৫০ দশমিক ৭৯ স্ট্রাইক-রেটে বাঁহাতি এই ওপেনার ফিফটি করেছেন দুটি, ছক্কা হাঁকিয়েছেন ১০টি। 

রংপুরের হয়ে বল হাতে ঝলক দেখিয়ে চলেছেন আলাউদ্দিন

অন্যদিকে উইকেটশিকারিদের তালিকায় শীর্ষ পাঁচটি স্থানের চারটিই দখলে রেখেছেন পেসাররা। ৭ ম্যাচে ১০ দশমিক ৭১ গড়ে আলাউদ্দিনের শিকার ১৪ উইকেট। ডানহাতি এই পেসার ওভার প্রতি রান দিয়েছেন ৫ দশমিক ৬৬ করে।

১৩ উইকেট নিয়ে দুইয়ে আছেন চট্টগ্রামে ডানহাতি ফাস্ট বোলার আহমেদ শরীফ। ১২ উইকেট নিয়ে পরের অবস্থানে ঢাকা মেট্রোর বাঁহাতি স্পিনার রকিবুল হাসান। চারে থাকা আবু হায়দার রনির শিকার ১১ উইকেট। আর ৫ ম্যাচে ১০ উইকেট নিয়ে তালিকার পঞ্চম স্থানে আছেন সিলেটের এবাদত হোসেন।

মন্তব্য করুন: