বাবরের রানে ফেরার দিনে পাকিস্তানের সিরিজ জয়

২০ ডিসেম্বর ২০২৪

বাবরের রানে ফেরার দিনে পাকিস্তানের সিরিজ জয়

ব্যাট হাতে পাকিস্তানের হয়ে সাত মাসের বেশি সময় পর ফিফটির দেখা পেলেন বাবর আজম। দলের অন্যতম তারকার রানের ফেরার দিনে দুর্দান্ত ছিলেন বোলাররাও। বড় লক্ষ্য তাড়ায় হাইনরিখ ক্লাসেন ছাড়া তাদের সামনে সুবিধা করতে পারলেন না কেউই। আর এতেই ৮১ রানের জয়ে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজ নিজেদের করে নিয়ে করে নিয়েছে মোহাম্মদ রিজওয়ানের দল।

বৃহস্পতিবার কেপ টাউনে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে বাবরের ফিফটির পর রিজওয়ানের ৮০ এবং শেষ দিকে কামরান গুলামের ঝড়ো ৬৩ রানের ইনিংসে ৩২৯ রানের সংগ্রহ পায় পাকিস্তান। জবাবে একাই লড়াই চালিয়ে যাওয়া ক্লাসেন ৯৭ রান করে সাজঘরে ফিরলে প্রোটিয়াদের ইনিংস থামে ২৪৮ রানে।

গত মে মাস আয়ারল্যান্ডের বিপক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে সবশেষ ফিফটির দেখা পেয়েছিলেন বাবর। ডাবলিনের সেই টি-টুয়েন্টিতে ৭৫ রানের ইনিংস খেলেছিলেন পাকিস্তানের তখনকার অধিনায়ক। তিন ফরম্যাট মিলিয়ে পরের ২১ ইনিংসে পঞ্চাশের দেখা পাননি ডানহাতি এই ব্যাটার। ব্যাট হাতে সময়টাও ভালো যাচ্ছিল না। তবে প্রোটিয়াদের বিপক্ষে রানখরা কাটিয়ে ওয়ানডে ক্যারিয়ারের ৩৩তম ফিফটিতে ৭৩ রান করেন ৩০ বছর বয়সী এই ব্যাটার।

তৃতীয় উইকেটে রিজওয়ানের সঙ্গে বাবরের ১১৫ রানের জুটিতে বড় সংগ্রহের ভিত পায় পাকিস্তান। বাকি কাজটুকু সারেন কামরান। ডানহাতি এই ব্যাটারের তাণ্ডবের কল্যাণে শেষ ১০ ওভারে ১০৫ রান তোলে সফরকারীরা।

ক্যারিয়ারের নবম ফিফটিতে দক্ষিণ আফ্রিকার হয়ে একাই লড়াই চালান ক্লাসেনরান তাড়ায় ষষ্ঠ ওভারে অধিনায়ক টেম্বা বাভুমা (১২) ফিরলে প্রোটিয়াদের ৩৪ রানের উদ্বোধনী জুটি ভাঙে। এরপর টনি ডি জর্জি (৩৪), রাসি ফন ডার ডুসেন (২৩) ও এইডেন মারক্রাম (২১) শুরু পেলেও তা বড় করতে পারেননি। ১১৩ রানে ৪ উইকেট হারানোর পর ডেভিড মিলারকে নিয়ে জুটি গড়ে দলের চাপ সামাল দেওয়ার চেষ্টা করেন মারক্রাম। কিন্তু মিলারও শুরুটা কাজে লাগাতে পারেননি। পঞ্চম উইকেটে ৭২ রানের এই জুটি ভাঙলে পরের ব্যাটারদের আর কেউ ক্লাসেনকে সঙ্গ দিতে পারেনি।

৪৫ রানে শেষ ৫ উইকেট হারিয়ে ৪১ বল আগেই গুটিয়ে যায় দক্ষিণ আফ্রিকা। ক্যারিয়ারের সেঞ্চুরি থেকে তিন রান দূরে থাকতে ক্লাসেনের ৭৪ বলে ৮ চার ও ৪ ছক্কার ইনিংসটির সমাপ্তি হয়। শাহীন শাহ আফ্রিদির শিকার ৪ উইকেট, নাসিম শাহ নেন ৩টি।

আগামী রোববার জোহানেসবার্গে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে মাঠে নামবে দু’দল।

মন্তব্য করুন: