জাকের ঝড়ে হোয়াইটওয়াশড ওয়েস্ট ইন্ডিজ

২০ ডিসেম্বর ২০২৪

জাকের ঝড়ে হোয়াইটওয়াশড ওয়েস্ট ইন্ডিজ

জাকের আলীর শেষ পাঁচ ওভারের ঝড়ো ব্যাটিংয়ে বড় সংগ্রহ পেয়েছিল বাংলাদেশ। এরপর বোলারদের নৈপুণ্যে ৮০ রানের জয়ে তিন ম্যাচের টি-টুয়েন্টি সিরিজে ক্যারিবিয়ানদের হোয়াইটওয়াশ করেছে সফরকারীরা।

বাংলাদেশ সময় শুক্রবার সকালে সেন্ট ভিনসেন্টে সিরিজের শেষ টি-টুয়েন্টিতে জাকেরের ৭২ রানের অপরাজিত ইনিংসে উইকেটে ১৮৯ রানের সংগ্রহ পায় বাংলাদেশ। জবাবে শুরু থেকে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ১০৯ রানে গুটিয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ।

ওয়েস্ট ইন্ডিজের মাটিতে প্রথমবারের মতো টি-টুয়েন্টি সিরিজ জয়ের পর এবার ক্যারিবিয়ানদের প্রথমবারের মতো টি-টুয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশড করল টাইগাররা। উইকেট নিয়ে সিরিজ সেরা হয়েছেন শেখ মাহেদী হাসান।

১৫তম ওভারের তৃতীয় বলে জাকের দুই রান নিতে চাইলে এক রান নেওয়ার পর সাড়া দেননি শামীম। দুজনই একই প্রান্তে থাকায় প্রথমে ভাবা হয়েছিল আউট হয়েছেন জাকের। ডানহাতি এই ব্যাটার রাগে গজরাতে গজরাতে ড্রেসিংরুমেও ফিরে যান। কিন্তু পরে থার্ড আম্পায়ারের রিপ্লেতে দেখা যায় শামীমের আগের ক্রিজে প্রবেশ করেন জাকের। ফলে আবার মাঠে আসেন তিনি, আউট হন শামীম।

ওভারের পঞ্চম বলে আবারও রানআউট। এবার দ্রুত রান নিতে গিয়ে কাটা পড়েন কোনো বল না খেলা মাহেদী। এরপরই ক্যারিবিয়ানদের ওপর ঝড় তোলেন জাকের। শেষ পাঁচ ওভারে দলের খাতায় যোগ হয় ৭৫ রান, যার বড় অবদান জাকেরের।

জোসেফের পরের ওভারে একটি করে চার-ছক্কায় তোলেন ১২ রান। ১৭তম ওভার থেকে আসে ১০ রান।

ওবেদ ম্যাকয়ের ১৮তম ওভার থেকে জাকের তানজিম হাসান সাকিব মিলে তোলেন ২০ রান। পরের ওভারের শেষ বলে সাজঘরে ফেরেন তানজিম।

জোসেফের শেষ ওভারে ৩৬ বলে ক্যারিয়ারের দ্বিতীয় ফিফটি তুলে নেন জাকের। এই ওভারে ছক্কা এক চারে ডানহাতি এই ব্যাটার তোলেন ২৫ রান।

শেষ পর্যন্ত ডানহাতি এই ব্যাটার ৪১ বলের ম্যাচসেরা ইনিংসটি সাজান ছক্কা চারে।

৮ উইকেট নিয়ে সিরিজের সেরা খেলোয়াড় মাহেদী হাসানএর আগে টস জিতে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশকে উড়ন্ত সূচনা এনে দেন লিটন দাস প্রথমবারের সিরিজে মাঠে নামা পারভেজ হোসেন ইমন। সাদা বলের সিরিজে প্রথমবারের মতো এদিন দুই অঙ্কের ছোঁয়া পান লিটন। তবে ১৪ রানের বেশি করতে পারেননি তিনি। ডানহাতি এই ব্যাটার ফিরলে ভাঙে ৪৪ রানের জুটি। পাওয়ারপ্লের শেষ বলে ২১ বলে চার ছক্কায় ৩৯ রান করে সাজঘরের পথ দেখেন ইমন। মেহেদী হাসান মিরাজ ফেরেন ২৯ রান করে।

কিংসটাউনের রেকর্ড রান তাড়ায় নামা ওয়েস্ট ইন্ডিজের ইনিংসের দ্বিতীয় বলেই আঘাত হানেন তাসকিন আহমেদ। সিরিজে তৃতীয় বারের মতো ব্র্যান্ডন কিংকে () তুলে নেন ডানহাতি এই পেসার। পরের ওভারে জাস্টিন গ্রিভসকে তুলে নিয়ে উইকেট শিকারে যোগ দেন মাহেদী। তৃতীয় উইকেটে জনসন চার্লস নিকোলাস পুরান জুটি ভয়ঙ্কর হয়ে উঠতে শুরু করতেই তা থামিয়ে দেন এই অফস্পিনার। সিরিজে তৃতীয়বারের মতো পুরানকে (১৫) ফেরান তিনি।

হাসান মাহমুদের সপ্তম ওভারে দুই উইকেট হারিয়ে কার্যত ম্যাচ থেকে ছিটকে যায় স্বাগতিকরা। রিশাদ হোসেনের দুর্দান্ত থ্রোতে রানআউট হন চার্লস (২৩) দশম ওভারে জয়ের পথের শেষ কাঁটা ক্যারিবিয়ান অধিনায়ক রভম্যান পাওয়েলকে সাজঘরের পথ দেখান রিশাদ। শেষ পর্যন্ত ১৬ ওভার বলে শেষ হয় স্বাগতিকদের ইনিংস।

রিশাদের শিকার উইকেট। দুটি করে উইকেট নেন তাসকিন মাহেদী। তানজিম হাসানের শিকার একটি করে উইকেট।

[বিস্তারিত তথ্য পরবর্তীতে সংযোজন করা হয়েছে]

মন্তব্য করুন: