‘চাপমুক্ত’ ক্রিকেট খেলে সাফল্য বাংলাদেশের

২০ ডিসেম্বর ২০২৪

‘চাপমুক্ত’ ক্রিকেট খেলে সাফল্য বাংলাদেশের

টেস্ট সিরিজে একটি ম্যাচ জয়ের পর ওয়ানডে সিরিজ ওয়েস্ট ইন্ডিজের কাছে ধবলধোলাই হতে হয়েছিল বাংলাদেশকে। তবে টি-টুয়েন্টি সিরিজে যেন পুরোপুরি বদলে যায় টাইগারদের পারফরম্যান্স। প্রথম দুই ম্যাচে বোলারদের দুর্দান্ত নৈপুণ্যে সিরিজ জয়। এরপর শেষ টি-টুয়েন্টিতে বোলারদের সঙ্গে জ্বলে উঠলেন ব্যাটাররাও। আর এতেই প্রথমবারের মতো ওয়েস্ট ইন্ডিজকে টি-টুয়েন্টিতে হোয়াইটওয়াশ করেছে বাংলাদেশ। আর দলের এমন সাফল্যের পেছনে চাপমুক্ত ক্রিকেট খেলাকে কৃতিত্ব দিচ্ছেন অধিনায়ক লিটন দাস।

বাংলাদেশ সময় শুক্রবার সকালে সেন্ট ভিনসেন্টে সিরিজের তৃতীয় ও শেষ টি-টুয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজকে ৮০ রানে হারায় বাংলাদেশ। জাকের আলীর ৭১ রানের অপরাজিত ঝড়ো ইনিংসের সুবাদে ৭ উইকেটে ১৮৯ রানের সংগ্রহ পায় সফরকারীরা। জবাবে ১৬ ওভার ৪ বলে ক্যারিবিয়ানদের ১০৯ রানে গুটিয়ে দেন বোলাররা।

পুরো সফরে ভালো ক্রিকেট খেলার কারণে এমন পারফরম্যান্সে জন্য দল আত্মবিশ্বাসী ছিল জানিয়ে লিটন বলেন, “আপনি যদি দেখেন, আমরা টেস্টে এমনকি ওয়ানডেতেও ভালো খেলেছি। দুর্ভাগ্যবশত ম্যাচগুলো (ওয়ানডে) জিততে পারিনি, তবে ভালো ক্রিকেট খেলেছি। তাই আমাদের আত্মবিশ্বাস ছিল যে আমরা সব সিরিজেই ভালো খেলতে পারব।

আমি ছেলেদের সবসময় বলি, চাপ নিও না। খেলাটা উপভোগ করো। কারণ আমরা জানি, আমাদের দলে দারুণ বোলিং আক্রমণ ও ব্যাটিং আছে। আমরা ভালো স্কোর করতে পারলে তা রক্ষা করতে পারব।

নিঃসন্দেহে আমাদের বোলিং আক্রমণ প্রতিদিন উন্নতি করছে। প্রথম এবং দ্বিতীয় ম্যাচের পার্থক্য দেখুন। এই পিচ ব্যাটিংয়ের জন্য ভালো ছিল। তবুও আমাদের বোলাররা যেভাবে খেলেছে, তা অসাধারণ। ওয়েস্ট ইন্ডিজের শক্তিশালী ব্যাটিং লাইনআপ ও পাওয়ার হিটার থাকা সত্ত্বেও আমরা ১৮০ (১৯০) রান ডিফেন্ড করে তাদের ১০৯ রানে অলআউট করেছি। এটি আমাদের বোলিং দলের জন্য বিশাল অর্জন।

গত অক্টোবরে জাতীয় দলের নতুন হেড কোচ হিসেবে দায়িত্ব পান ফিল সিমন্স। তার অধীনে এবারই প্রথম কোনো সিরিজ জয়ের স্বাদ পেল টাইগাররা। ক্যারিবিয়ান এই কোচ দলকে পূর্ণ স্বাধীনতা দিয়েছে বলে জানান লিটন।

তিনি (সিমন্স) কখনোই আমাদের ওপর চাপ প্রয়োগ করেননি। আমাদের খেলায় সম্পূর্ণ স্বাধীনতা দিয়েছেন। শুধু তিনি নন, পুরো কোচিং স্টাফ ও টিম ম্যানেজমেন্ট আমাদের জন্য অনেক সহায়ক। তারা সবসময় আমাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

মন্তব্য করুন: