উইন্ডিজকে হোয়াইটওয়াশ করে টি-টুয়েন্টির হতাশার বছর শেষ করল বাংলাদেশ

২০ ডিসেম্বর ২০২৪

উইন্ডিজকে হোয়াইটওয়াশ করে টি-টুয়েন্টির হতাশার বছর শেষ করল বাংলাদেশ

অন্যান্য টেস্ট খেলুড়ে দেশগুলোর তুলনায় টি-টুয়েন্টিতে বরাবরই বেশ পিছিয়ে থাকে বাংলাদেশ। তবে গত বছর সেই অবস্থায় কিছুটা পরিবর্তনের আভাস দেখা গিয়েছিল। কিন্তু ২০২৪ সাল আসতেই আবারও যেন নিজেদের পুরোনো রূপেই ফিরে গিয়েছিল তারা। তবে ওয়েস্ট ইন্ডিজকে তাদের মাটিতে হোয়াইটওয়াশড করে দারুণভাবেই টি-টুয়েন্টিতে বছর শেষ করেছে টাইগাররা।

বাংলাদেশ সময় শুক্রবার সকালে সেন্ট ভিনসেন্টে সিরিজের তৃতীয় ও শেষ টি-টুয়েন্টিতে স্বাগতিকদের ৮০ রানে হারায় বাংলাদেশ। ক্যারিবিয়ানদের মাটিতে প্রথমবারের মতো টি-টুয়েন্টি সিরিজ জয়ের পর এবার তাদের হোয়াইটওয়াশও করল সফরকারীরা।

জয়-পরাজয়ের হিসেবে এ বছর সমানে সমান ছিল বাংলাদেশ। এক বছরে নিজেদের ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ ২৪ ম্যাচ খেলে জয় পেয়েছে ১২টিতে, হারও ১২টি। তবে মাঠের পারফরম্যান্সকে বেশ হতাশাজনকই বলা চলে, যার শুরুটা হয়েছিল ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ দিয়ে।

গত মার্চে তিন ম্যাচের সেই সিরিজে ২-১ ব্যবধানে হেরেছিল নাজমুল হোসেন শান্তর দল। এরপর টি-টুয়েন্টি বিশ্বকাপের আগে ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে ৫ ম্যাচের সিরিজটি জেতে ৪-১ ব্যবধানে। তবে পারফরম্যান্স ছিল হতাশাজনক।

তবে বাংলাদেশের টি-টুয়েন্টি ইতিহাসের সবচেয়ে বড় লজ্জাটা আসে যুক্তরাষ্ট্রের বিপক্ষে। বিশ্বকাপের আগে দেশটির বিপক্ষে শেষ সিরিজে হেরে বসে শান্তর দল। শক্তিমত্তা ও অভিজ্ঞতায় বেশ পিছিয়ে থাকা যুক্তরাষ্ট্রের কাছে সিরিজ হারে ২-১ ব্যবধানে।

এরপর জুনে যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠিত টি-টুয়েন্টি বিশ্বকাপে নিজেদের ইতিহাসে প্রথমবারের মতো সুপার-এইটে ওঠে টাইগাররা। টুর্নামেন্টে খেলা ৭ ম্যাচের মধ্যে শান্তর দল জয় পায় ৩ ম্যাচে।

বিশ্বকাপের পর গত অক্টোবরে ভারতের মাটিতে প্রথমবারের মতো টি-টুয়েন্টি খেলতে নামে টাইগাররা। কিন্তু তিন ম্যাচের সিরিজে বিশ্ব চ্যাম্পিয়নদের বিপক্ষে লড়াই তো দূর, নূন্যতম প্রতিরোধও গড়ে তুলতে পারেনি তারা। ব্যাটিং ব্যর্থতায় হোয়াইটওয়াশড হয় সফরকারীরা।

ওয়েস্ট ইন্ডিজের মাটিতে টি-টুয়েন্টি সিরিজেও সঙ্গী ছিল ব্যাটিং ব্যর্থতা। তবে বোলারদের দুর্দান্ত নৈপুণ্যে সিরিজ জিতে নেয় তারা। প্রথম ম্যাচে ১৪৮ রানের লক্ষ্য দিয়ে শেখ মাহেদী হাসান ও তাসকিন আহমেদের নৈপুণ্যে র‌্যাঙ্কিংয়ের চার নম্বর দলটিকে ৭ রানে হারায় বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে বোলাররা ছিলেন আরও উজ্জ্বল। ১৩০ রানের লক্ষ্য তাড়ায় নামা ক্যারিবিয়ানদের গুটিয়ে দেয় ১০২ রানে। আর সিরিজের শেষ ম্যাচে ১৯০ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নামা স্বাগতিকদের ইনিংস থামিয়ে দেয় ২০ বল আগেই।

মন্তব্য করুন: