ইতিহাস গড়ে রিশাদ থামলেন ৩৫ উইকেটে

২০ ডিসেম্বর ২০২৪

ইতিহাস গড়ে রিশাদ থামলেন ৩৫ উইকেটে

আগের সিরিজে মুস্তাফিজুর রহমানকে পেছনে ফেলে এক বছরে টি-টুয়েন্টিতে বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি উইকেট নেওয়ার কীর্তি গড়েছিলেন রিশাদ হোসেন। দেখার বিষয় ছিল বছর শেষে নিজেকে কত দূর নিয়ে যেতে পারেন তিনি। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজে ৬ উইকেট শিকার করে নিজেকে অন্য উচ্চতায় নিয়ে বছর শেষ করেছেন এই লেগ স্পিনার।

২০২৪ সালে বাংলাদেশের খেলা ২৪ টি-টুয়েন্টির সবকটিতেই খেলেন রিশাদ। ১৯ গড়ে ৩৫ উইকেট নিয়ে এই ফরম্যাটে এক বর্ষপঞ্জিতে দেশের ইতিহাসের সবচেয়ে বেশি উইকেট শিকার করার কীর্তি গড়েন তিনি।

শুধু তাই নয়, এ যাত্রায় আইসিসির পূর্ণ সদস্য দেশগুলোর মধ্যে যৌথভাবে দ্বিতীয় সর্বোচ্চ উইকেটশিকারীও ২২ বছর বয়সী এই ক্রিকেটার। এই স্থানে তার সঙ্গী অস্ট্রেলিয়ার লেগ স্পিনার অ্যাডাম জ্যাম্পা। ৩৬টি করে উইকেট নিয়ে এই তালিকায় সবার ওপরে আছেন ভারত ও পাকিস্তানের দুই বাঁহাতি পেসার আর্শদীপ সিং ও শাহিন শাহ আফ্রিদি।

গত বছর মার্চে আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টুয়েন্টি ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় রিশাদের। সে বছর মোট ৬ ম্যাচ খেলে ৩ উইকেট শিকার করেন তিনি। তবে চলতি বছর নিজেকে আলাদাভাবে চেনান এই স্পিনার। টি-টুয়েন্টি বিশ্বকাপে ৭ ম্যাচে ১৪ উইকেট নিয়ে নজর কাড়েন ক্রিকেট বিশ্বে, যা এক বিশ্বকাপে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ উইকেট শিকারের রেকর্ড।

অন্যদিকে বাংলাদেশের হয়ে টি-টুয়েন্টিতে উইকেট শিকারের দিক দিয়ে তালিকার দুইয়ে থেকে বছর শেষ করেছেন তাসকিন আহমেদ। ১৯ ম্যাচে ১৬ দশমিক ৬০ গড়ে ডানহাতি এই পেসারের শিকার ৩০ উইকেট। গড়ের দিক দিয়ে তার আশেপাশেও নেই কেউ। আর ১৮ ম্যাচে ১৯ দশমিক ১১ গড়ে ২৭ উইকেট নিয়ে তালিকার তিনে আছেন মুস্তাফিজ।

গত অক্টোবরে ভারতের বিপক্ষে টি-টুয়েন্টি সিরিজে এক বছরে উইকেট শিকারের দিক দিয়ে বাঁহাতি এই পেসারকে পেছনে ফেলেন রিশাদ। ২০২১ সালে ২০ ম্যাচে ২৮ উইকেট নিয়ে এতদিন এই তালিকায় সবার ওপরে ছিলেন মুস্তাফিজ।

মন্তব্য করুন: