নেপালকে গুঁড়িয়ে মেয়েদের অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে বাংলাদেশ

২০ ডিসেম্বর ২০২৪

নেপালকে গুঁড়িয়ে মেয়েদের অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে বাংলাদেশ

নেপালকে ৯ উইকেটে হারিয়ে টি-টুয়েন্টি ফরম্যাটে মেয়েদের অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের প্রথম আসরের ফাইনালে উঠেছে বাংলাদেশ। শিরোপা লড়াইয়ে আগামী রোববার তাদের প্রতিপক্ষ ভারত।

শুক্রবার কুয়ালালামপুরে সুপার এইটের শেষ ম্যাচে আগে ব্যাট করে নির্ধারিত ১১ ওভারে ৮ উইকেটে ৫৪ রান তুলে নেপাল। জবাবে ৭ বল হাতে রেখে বাউন্ডারি মেরে বাংলাদেশকে জয় এনে দেন সুমাইয়া আক্তার সুবর্ণা।

লক্ষ্য তাড়ায় ফাহমিদা ছোঁয়া ও ইভার ৪৬ রানের জুটিতে সহজেই জয়ের ভিত পায় বাংলাদেশ। ১৮ রান করে ফেরেন ছোঁয়া। সর্বোচ্চ ২৬ রান করেন ছোঁয়া।

এর আগে টস হেরে ব্যাটিংয়ে নামা নেপালের চার ব্যাটার রান আউটে কাটা পড়েন। বাংলাদেশের নিয়ন্ত্রিত বোলিংয়ে কেবল একজন ব্যাট হাতে দুই অঙ্কের দেখা পান। তিনি করেন ১১ রান। একটি করে উইকেট নেন ফারজানা ইয়াসমিন, আনিসা আক্তার সোবা, ছোঁয়া ও হাবিবা ইসলাম।

পুরো টুর্নামেন্টে এখন পর্যন্ত কেবল একটি ম্যাচেই হেরেছে বাংলাদেশ। সুপার এইটের সেই ম্যাচে তাদের ৮ উইকেটে হারায় ফাইনালের প্রতিপক্ষ ভারত।

মন্তব্য করুন: