ভারত-পাকিস্তান ম্যাচ আয়োজনের ‘সমাধান’ দিলেন শেহজাদ
২১ ডিসেম্বর ২০২৪
পাকিস্তানে অনুষ্ঠিত হতে যাওয়া চ্যাম্পিয়নস ট্রফির জন্য দেশটিতে ভারত দল পাঠাতে না চাওয়ায় শেষ পর্যন্ত হাইব্রিড মডেলে টুর্নামেন্ট আয়োজনে সম্মত হয়েছে পিসিবি। এমন অবস্থায় ভারত-পাকিস্তানের ম্যাচ আয়োজনের জন্য ভিন্ন এক উপায় বাতলে দিয়েছেন পাকিস্তানের ক্রিকেটার আহমেদ শেহজাদ।
রাজনৈতিক বৈরিতার কারণে ২০০৮ সালের পর থেকে পাকিস্তানে কোনো দল পাঠায়নি ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। আগামী বছর দেশটিতে বসতে যাওয়া চ্যাম্পিয়নস ট্রফিতে দল পাঠানোর অনুমতিও দেয়নি ভারত সরকার। শেষ পর্যন্ত গত বৃহস্পতিবার আইসিসি জানায়, গত বছর এশিয়া কাপের মতো হাইব্রিড মডেলে হবে চ্যাম্পিয়নস ট্রফিও। অর্থাৎ, ভারতের ম্যাচগুলো হবে নিরপেক্ষ ভেন্যুতে। এছাড়াও ২০২৫ থেকে ২০২৭ সাল পর্যন্ত ভারতে হতে যাওয়া আইসিসির প্রতিটি আসরে পাকিস্তানের ম্যাচগুলো নিরপেক্ষ ভেন্যুতে আয়োজন করতে হবে।
তবে নিরপেক্ষ ভেন্যু বাদ দিয়ে এই সমস্যা সমাধানে অন্যরকম সমাধান দিয়েছেন শেহজাদ। বিসিসিআই ও ভারত সরকারকে খোঁচা দিয়ে একটি পডকাস্টে নিজের ভাবনার কথা তুলে ধরেছেন পাকিস্তানের হয়ে ১৫৩ আন্তর্জাতিক ম্যাচ খেলা এই ক্রিকেটার।
“সীমান্তে একটি স্টেডিয়াম তৈরি করুন। একটি গেট ভারতের দিক থেকে খুলবে। তাদের খেলোয়াড়েরা সেই গেট দিয়ে মাঠে আসবে। আমাদের খেলোয়াড়েরা যাবে এদিক (পাকিস্তানের দিকের গেট) দিয়ে।”
তবে এখানেও যে ভারত সরকার নাক গলাবে সেটি উল্লেখ করে ডানহাতি এই ব্যাটার বলেন, “আমার মনে হয় এরপরও বিসিসিআই ও ভারত সরকার ঝামেলা করবে। তারা বলবে, তোমাদের (পাকিস্তান) খেলোয়াড়েরা যখন মাঠের আমাদের প্রান্তে আসবে, আমরা তাদের ভিসা দেব না।”
মন্তব্য করুন: