অস্ট্রেলিয়া দল থেকে বাদ পড়ে ‘বিধ্বস্ত’ ম্যাকসুয়েনি
২১ ডিসেম্বর ২০২৪
ভারতের বিপক্ষে টেস্ট সিরিজ দিয়ে অস্ট্রেলিয়া দলে অভিষেক হয়েছিল ন্যাথান ম্যাকসুয়েনির। তবে স্বপ্ন পূরণ হওয়ার পর নিজেকে মেলে ধরতে না পারায় তিন ম্যাচ পরই দল থেকে বাদ পড়েছেন এই ওপেনার। এত দ্রুত দল থেকে বাদ পড়ার ঘটনা মেনে নিতে কষ্ট হচ্ছে। তবে আবার সুযোগ পেলে তা লুফে নেওয়ার নিজেকে প্রস্তুত রাখার জন্য দৃঢ় প্রত্যয়ী ২৫ বছর বয়সী এই ক্রিকেটার।
প্রথম শ্রেণির ক্রিকেটে ওপেনিংয়ের কোনো অভিজ্ঞতা না থাকা ম্যাকসুয়েনির জাতীয় দলে পা রাখেন ওপেনার হিসেবে। কিন্তু এ যাত্রায় পুরোপুরি ব্যর্থ হন তিনি। ভারতের বিপক্ষে ৩ টেস্টের ছয় ইনিংসে ১৪ দশমিক ৪০ গড়ে রান করেন কেবল ৭২। সর্বোচ্চ ইনিংসটি ৩৯ রানের।
এমন পারফরম্যান্সের পর ডানহাতি এই ব্যাটারকে বাদ দিয়ে তরুণ প্রতিভা স্যাম কনস্ট্যাসকে সিরিজের শেষ দুই টেস্টের দলে নিয়েছে অস্ট্রেলিয়া। সব কিছু ঠিক থাকলে মেলবোর্ন টেস্ট দিয়ে জাতীয় দলে অভিষেক হতে পারে ১৯ বছর বয়সী কনস্ট্যাসের।
দল থেকে বাদ পড়ার পর অস্ট্রেলিয়ার গণমাধ্যম চ্যানেল সেভেনকে দেওয়া এক সাক্ষাৎকারে নিজের অনুভূতির কথা তুলে ধরেন ম্যাকসুয়েনি।
“হ্যাঁ, আমি বিধ্বস্ত। স্বপ্ন সত্যি করেছি। তারপর যেভাবে চেয়েছিলাম সেভাবে সুযোগ কাজে লাগাতে পারিনি। তবে এসবই খেলার অংশ এবং আমি পূর্ণ মনোযোগ নিয়ে নেটে ফিরব এবং কঠোর পরিশ্রম করব। আশা করি, পরবর্তী সুযোগের জন্য প্রস্তুত থাকব।”
অ্যাডিলেইডে দিবা-রাত্রির টেস্টের প্রথম ইনিংসে ৩৯ রানের ইনিংস খেলে প্রশংসা কুড়িয়েছিলেন ম্যাকসুয়েনি। কিন্তু বাকি ইনিংসগুলোতে ব্যাট হাতে ছিলেন একদমই অস্বস্তিতে। এক যশপ্রীত বুমরাহর শিকার হয়ে সাজঘরে ফেরেন চারবার।
দলে জায়গা হারানোর কারণ উপলব্ধি করে মেনে নেওয়া ম্যাকসুয়েনির লক্ষ্য এখন পরবর্তী সুযোগ আসার আগ পর্যন্ত নিজেকে প্রস্তুত রাখা।
“যদি সুযোগ কাজে না লাগান, যেমন পারফর্ম করতে চান সেটা যদি না পারেন, তাহলে দলে জায়গা কখনোই নিরাপদ নয়। তাই আমি ব্যাট হাতে কয়েকটি সুযোগ হারিয়েছি। দুর্ভাগ্যবশত কাজে লাগাতে পারিনি। তবে যেমনটা বলেছি, যদি আবার সুযোগ আসে সেটা নিশ্চিত করার জন্য আমি অবশ্যই প্রস্তুত থাকব।”
আগামী বৃহস্পতিবার মেলবোর্নে বোর্ডার-গাভাস্কার ট্রফির চতুর্থ টেস্ট মাঠে নামবে অস্ট্রেলিয়া ও ভারত।
মন্তব্য করুন: