এনসিএল টি-টুয়েন্টির ফাইনালে প্রথম দল রংপুর

২১ ডিসেম্বর ২০২৪

এনসিএল টি-টুয়েন্টির ফাইনালে প্রথম দল রংপুর

ঢাকা মেট্রোকে ৪ উইকেটে হারিয়ে প্রথম দল হিসেবে জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল) টি-টুয়েন্টির ফাইনালে উঠেছে রংপুর বিভাগ। অন্যদিকে চট্টগ্রাম বিভাগের বিপক্ষে ৭ রানের জয়ে ফাইনালের দৌড়ে টিকে রয়েছে খুলনা বিভাগ।

শনিবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে প্লে-অফের প্রথম কোয়ালিফায়ারে ৯ উইকেটে ১০৭ রানের সংগ্রহ দাঁড় করায় ঢাকা মেট্রো। জবাবে ৪ বল হাতে রেখে লক্ষ্যে পৌঁছায় রংপুর।

টস জিতে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো হয়েছিল ঢাকা মেট্রোর। কিন্তু ৪৪ রানে ২ উইকেট হারানোর পর ভেঙে পড়ে লিগ পর্বে অপরাজিত থাকা দলটির ব্যাটিং-অর্ডার। পরের ২২ রান যোগ করতেই ৪ উইকেট হারায় তারা। রংপুরের নিয়ন্ত্রিত বোলিংয়ে রানের গতিও কমে আসে তাদের। দলের হয়ে ৪২ বলে সর্বোচ্চ ৩০ রান করেন উইকেটরক্ষক ইমরানুজ্জামান।

লক্ষ্য তাড়ায় প্রথম ১০ ওভারের ভেতর ৩ উইকেট হারায় রংপুরও। তবে পরের ব্যাটারদের কল্যাণে খুব একটা চাপে পড়তে হয়নি তাদের। পঞ্চম উইকেটে তানবীর হায়দার ও আরিফুল হকের ২৯ রানের জুটিতে জয়ের পথ সুগম হয় লিগ পর্বে দুই নম্বরে থাকা দলটির।

৩৯ বলে ৫২ রানের ইনিংস খেলেন খুলনা অধিনায়ক সোহানএকই মাঠে এলিমিনেটরের ম্যাচে আগে ব্যাট করে অধিনায়ক নুরুল হাসান সোহানের ফিফটিতে ১৪৬ রানে অলআউট হয় খুলনা। জবাবে নির্ধারিত ২০ ওভার শেষে চট্টগ্রামের ইনিংস থামে ৬ উইকেটে ১৩৯ রানে।

ব্যাটিংয়ে নেমে প্রথম ওভারেই এনামুল হক বিজয়ের উইকেট হারানো খুলনা আজিজুল হাকিম তামিম (২০) ও মোহাম্মদ মিঠুনের (১৬) আগ্রাসী ব্যাটিংয়ে দুর্দান্ত শুরু পেয়েছিল। তবে পরপর দুই ওভারে এই দুই ব্যাটার সাজঘরে ফিরলে রানের গতি কিছুটা কমে আসে তাদের। প্রথম ৬ ওভারে ৩ উইকেট হারানো দলের খাতায় যোগ হয় ৫৩ রান।

এরপর সোহানের ৩৯ বলে ৫২ রানের ইনিংসে বড় সংগ্রহের ভিত পেয়েছিল খুলনা। কিন্তু ফাহাদ হোসেন ও আহমেদ শরিফের পেস তোপে ১৮ বলের মধ্যে মাত্র ২০ রানে শেষ ৬ উইকেট হারায় তারা।

লক্ষ্য তাড়ায় শুরুটা ভালো হয়নি চট্টগ্রামের। নাইম ইসলামকে নিয়ে ৬৪ রানের ভেতর ৫ উইকেট হারানো দলের হাল ধরেন অধিনায়ক ইয়াসির আলী চৌধুরী। তবে ষষ্ঠ উইকেটে এই দুই ব্যাটারের ৫৩ রানের জুটি ভাঙার পর আর ম্যাচে ফিরতে পারেনি তারা।

রোববার একই মাঠে ফাইনালে ওঠার লড়াইয়ে ঢাকা মেট্রোর মুখোমুখি হবে খুলনা।

মন্তব্য করুন: