টপ-অর্ডারদের কাছে রান চাইছেন জাদেজা

২১ ডিসেম্বর ২০২৪

টপ-অর্ডারদের কাছে রান চাইছেন জাদেজা

অস্ট্রেলিয়ার বিপক্ষে চলমান টেস্ট সিরিজে ব্যাট হাতে ব্যর্থই বলা চলে ভারতের টপ-অর্ডারকে। মেলবোর্নে শুরু হতে যাওয়া সিরিজের চতুর্থ টেস্টে তাই দলের প্রথম সারির ব্যাটারদের কাছ থেকে ভালো পারফরম্যান্স আশা করছেন অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা।

ব্রিসবেনে বৃষ্টিবিঘ্নিত তৃতীয় টেস্ট কোনোরকমে ড্র করে সিরিজে - সমতা ধরে রেখেছে ভারত। তবে সেই ম্যাচেও টপ-অর্ডারদের ব্যর্থতা ছিল চোখে পড়ার মতো। প্রথম তিন ওভারের মধ্যেই সাজঘরের পথ দেখেন দুই ব্যাটার। আর তাই সিরিজের গুরুত্বপূর্ণ মেলবোর্ন টেস্টের আগে এই সমস্যার সমাধান চান জাদেজা। 

শনিবার মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে সাংবাদিকদের ভারতের এই অলরাউন্ডার বলেন, “ভারতের বাইরে, বিশেষ করে অস্ট্রেলিয়া বা দক্ষিণ আফ্রিকায়, টপ-অর্ডারের রান করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি তারা রান না করে বা ভালো শুরু দিতে না পারে, তাহলে লোয়ার এবং মিডল-অর্ডারের ওপর চাপ আরও বেড়ে যায়। আশা করছি, এই ম্যাচে তারা ভালো করবে।

একটি দল হিসেবে, আমাদের তাদের থেকে পারফরম্যান্সের প্রয়োজন। যদি ব্যাটিং ইউনিটের সবাই অবদান রাখে, তাহলে দল ভালো করবে।

তৃতীয় টেস্টে ওপেনার লোকেশ রাহুলের ৮৪ রানের পর ৭৭ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলে ভারতের ফলো-অন এড়াতে সহায়তা করেন জাদেজা। শেষ পর্যন্ত ম্যাচটি ড্র হয়। সিরিজে সমতায় থাকলেও শেষ দুটি ম্যাচ ভারতের জন্য বেশ গুরুত্বপূর্ণ। সরাসরি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলতে হলে এই দুই ম্যাচে জিততে হবে তাদের। আর তাই মেলবোর্ন সিডনিতে শুরু হতে যাওয়া বাকি দুটি ম্যাচ জিতে অস্ট্রেলিয়ার মাটিতে টানা তৃতীয় সিরিজ জয়ের লক্ষ্য রোহিত শর্মার দলের।

পরের দুটি ম্যাচ রোমাঞ্চকর হবে। যদি আমরা একটি ম্যাচ জিততে পারি, তবে সিরিজ ধরে রাখতে পারব। আমরা শেষ দুটি সিরিজ এখানে জিতেছি। এটি একটি দারুণ সুযোগ। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ম্যাচ।

মন্তব্য করুন: