চ্যাম্পিয়নস ট্রফির জন্য ‘বিবেচনায় থাকবেন’ সাকিব-তামিম
২১ ডিসেম্বর ২০২৪
এক বছরের বেশি সময় ধরে জাতীয় দলের বাইরে আছেন তামিম ইকবাল। অন্যদিকে গত অক্টোবরে ভারতের বিপক্ষে সিরিজ শেষের পর থেকে বাংলাদেশের জার্সিতে খেলছেন না সাকিব আল হাসানও। ফলে আগামী বছর চ্যাম্পিয়নস ট্রফিতে এই দুই তারকা ক্রিকেটারের খেলা নিয়ে যথেষ্ট শঙ্কা রয়েছে। তবে বিসিবি সভাপতি ফারুক আহমেদ জানালেন, দল নির্বাচনের সময় বিবেচনায় থাকবেন তারা।
শনিবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে বিসিবি কার্যালয়ে বোর্ড সভা শেষে চ্যাম্পিয়নস ট্রফিতে সাকিব-তামিমের খেলার বিষয়ে প্রশ্ন করা হলে ফারুক বলেন, “এখনও কোনো পলিসি নাই, যদি কোনো ক্রিকেটার রিটায়ারমেন্ট না করে থাকে আর যদি নির্বাচকরা মনে করেন তাকে দরকার, তাহলে নির্বাচক কমিটিকে তাদের সঙ্গে আলাপ করা দরকার।”
“যদি কোনো ক্রিকেটার অবসর না নিয়ে থাকে, অবশ্যই সে দল নির্বাচনের জন্য অ্যাভেইলেবল।”
চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য সাকিবের অ্যাভেইলেবল থাকার কথা জানালেও এই মুহূর্তে সাকিব সম্পর্কে নতুন কোনো তথ্য দিতে পারেননি ফারুক।
“সাকিবের ইস্যুটা পুরোপুরি ভিন্ন বিষয়। এটা নতুন করে কিছু নয়। সবশেষ আমরা ওয়েস্ট ইন্ডিজে যে খেলেছি, ও মানসিক অবস্থায় ছিল না তাই যেতে পারেনি। এখন সাকিব আসলে বলবে যে বিপিএল খেলবে কী... আমি আসলে ওর অবস্থা বলতে পারব না। আমার কাছে কোনো আপডেট নেই সাকিবের ব্যাপারে।”
গত বছর সেপ্টেম্বরে ঘরের মাঠে নিউ জিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের পর থেকে জাতীয় দলের বাইরে আছেন তামিম। তবে এ সময় বিপিএলসহ ঢাকা প্রিমিয়ার লিগে খেলেছিলেন এই বাঁহাতি ওপেনার। এরপর সাত মাসের বিরতি দিয়ে চলতি মাসের শুরুতে জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল) টি-টুয়েন্টি দিয়ে আবারও ক্রিকেটে ফেরেন তিনি।
অন্যদিকে গত অক্টোবরে টি-টুয়েন্টি ও টেস্ট থেকে অবসরের ঘোষণা দেওয়ার সময় সাকিব এখনও ওয়ানডে চালিয়ে যাওয়ার কথা জানান। তবে তার মানসিক অবস্থা ভালো না থাকায় তাকে ছাড়াই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলে বাংলাদেশ। দেশের পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতির কারণে এবং সাকিবের বোলিং নিষিদ্ধ থাকায় চ্যাম্পিয়ন্স ট্রফিতে দেশসেরা এই ক্রিকেটারকে দেখা যাবে কিনা তা নিয়েও অনিশ্চয়তা রয়েছে।
মন্তব্য করুন: