এনসিএল টি-টুয়েন্টির চ্যাম্পিয়ন পাবে ২০ লাখ, বাকিরা কত?

২১ ডিসেম্বর ২০২৪

এনসিএল টি-টুয়েন্টির চ্যাম্পিয়ন পাবে ২০ লাখ, বাকিরা কত?

বিপিএলের পর ঘরোয়া ক্রিকেটের দ্বিতীয় টি-টুয়েন্টি টুর্নামেন্টের প্রাইজমানি ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এতে চ্যাম্পিয়ন দলের জন্য ২০ লাখ টাকার অর্থ পুরস্কার রাখা হয়েছে।

রানার্স-আপরা পাবে ১০ লাখ টাকা। চ্যাম্পিয়ন ও রানার্স-আপ ছাড়াও প্রাইজমানি দেওয়া হবে টুর্নামেন্ট সেরা খেলোয়াড়, ব্যাটার ও বোলারকে। আসরের সেরা খেলোয়াড়কে দেওয়া হবে ১ লাখ টাকা। অন্যদিকে সর্বোচ্চ রান-সংগ্রাহক ও উইকেট শিকারি পাবেন ৫০ হাজার টাকা করে। এছাড়াও আগে থেকেই প্রতি ম্যাচের সেরা খেলোয়াড়কে ২০ হাজার টাকা করে দেওয়া হচ্ছে।

আগামী মঙ্গলবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দুপুর সাড়ে ১২টায় অনুষ্ঠিত হবে এনসিএল টি-টুয়েন্টির প্রথম আসরের ফাইনাল। ইতোমধ্যেই প্রথম দল হিসেবে ফাইনালে উঠেছে রংপুর বিভাগ। শিরোপা লড়াইয়ে তাদের সঙ্গী হবে ঢাকা মেট্রো অথবা খুলনা বিভাগের যে কোনো একটি দল।

মন্তব্য করুন: