ব্যাটিং ধসে ভারতের কাছে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে হারল মেয়েরা

২২ ডিসেম্বর ২০২৪

ব্যাটিং ধসে ভারতের কাছে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে হারল মেয়েরা

বোলারদের নৈপুণ্যে ভারতের মেয়েদের নাগালের মধ্যে আটকে রেখেছিল বাংলাদেশের মেয়েরা। লক্ষ্য তাড়াও শুরুটাও ভালো করেছিল। কিন্তু এরপরই খেই হারিয়ে ফেলে তারা। শেষ পর্যন্ত ভয়াবহ ব্যাটিং ধসে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারতের কাছে ৪১ রানে হেরে গেছে বাংলাদেশ।

রোববার কুয়ালালামপুরে টস হেরে ব্যাটিংয়ে নামা ভারতকে উইকেটে ১১৭ রানে আটকে রাখে সুমাইয়া আক্তারের দল। জবাবে ২৬ বলের ভেতর ১৩ রান তুলতে শেষ উইকেট হারিয়ে বাংলাদেশ গুটিয়ে যায় ৭৬ রানে।

প্রথমবারের মতো আয়োজিত মেয়েদের অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে এর আগে কেবল ভারতের কাছেই হেরেছিল বাংলাদেশ। সুপার ফোরের সেই ম্যাচেও তাদের সঙ্গী ছিল ব্যাটিং ব্যর্থতা।

এদিন রান তাড়ায় প্রথম ওভারে উইকেট হারিয়ে ৩৫ রান তোলে বাংলাদেশ। কিন্তু এরপরই ঘটে ছন্দ পতন। পরের ওভারে একটিও বাউন্ডারি হাঁকাতে পারেনি ব্যাটাররা। এমনকি কোনো ওভারে ছয় রানের বেশিও তুলতে পারেনি। শেষ পর্যন্ত তাদের ইনিংসের সমাপ্তি হয় ১৮ ওভার বলে।

দলের হয়ে কেবল দুইজন ব্যাটার দুই অঙ্ক স্পর্শ করতে পারেন। ১৮ রান করেও ওপেনার ফাহমিদা ছোঁয়া। ইনিংস সর্বোচ্চ ২২ রান করে উইকেটকিপার জুরাইরা ফেরদৌস।

এর আগে ওপেনার গঙ্গাদি তৃষার ৫২ রানের ওপর ভর করে লড়াই করার মতো সংগ্রহ পেয়েছিল ভারত। শেষ পর্যন্ত এই সংগ্রহেই টুর্নামেন্টের অপরাজিত চ্যাম্পিয়ন হলো তারা।

মন্তব্য করুন: