নারী ক্রিকেটারদের বেতন বাড়ল

২২ ডিসেম্বর ২০২৪

নারী ক্রিকেটারদের বেতন বাড়ল

বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট দলের সদস্যদের বেতন বাড়ানোর ঘোষণা দিয়েছে বিসিবি। এছাড়াও ম্যাচ ও সিরিজ জয়ের জন্য মেয়েদের ক্রিকেটে বোনাস চালুর করার কথাও জানিয়েছে বোর্ড সভাপতি ফারুক আহমেদ।

শনিবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে বিসিবির কার্যালয়ে বোর্ড সভা শেষে এক সংবাদ বিজ্ঞপ্তিতে কেন্দ্রীয় চুক্তি থাকা ১৮ ক্রিকেটারের বেতন বাড়ানোর কথা জানানো হয়। এছাড়াও জাতীয় চুক্তির আওতায় আনা হয়েছে এখনও অভিষেক না হওয়া এবং জাতীয় দলের বাইরে থাকা ৩০ ক্রিকেটারকে।

কেন্দ্রীয় চুক্তিতে থাকা খেলোয়াড়দের বেতন দেওয়া হয় চারটি ক্যাটাগরিতে। এর মধ্যে ‘এ ও ‘বি ক্যাটাগরিতে বেতন বাড়ানো হয়েছে ২০ হাজার টাকা করে। অন্যদিকে ‘সি ও ‘ডি ক্যাটাগরিতে তা বেড়েছে ১০ হাজার টাকা করে।

ফলে ‘এ ক্যাটাগরিতে থাকা নিগার সুলতানা জ্যোতি, ফারজানা হক, ঋতু মনি ও নাহিদা আক্তার আগামী বছরে জুন পর্যন্ত মাসে বেতন পাবেন ১ লাখ ২০ হাজার টাকা। ১ নভেম্বর থেকে এই বেতন কার্যকর করা হয়েছে। অন্যদিকে ‘বি ক্যাটাগরির ক্রিকেটাররা মাসে ১ লাখ, ‘সি ক্যাটাগরির ক্রিকেটাররা মাসে ৭০ হাজার এবং ‘ডি ক্যাটাগরির খেলোয়াড়রা মাসে ৬০ হাজার টাকা করে পাবেন।

কেন্দ্রীয় চুক্তিতে থাকা খেলোয়াড়দের বেতন বৃদ্ধি ছাড়াও ম্যাচ ও সিরিজ জয়ের জন্য বোনাসের অনুমোদন দেওয়া হয়েছে এবারের বোর্ড সভায়। ওয়ানডেতে আইসিসি র‌্যাঙ্কিংয়ের প্রথম তিন দলের বিপক্ষে প্রতি ম্যাচে জয়ের জন্য প্রত্যেককে বোনাস হিসেবে দেওয়া হবে ১ লাখ টাকা করে। র‌্যাঙ্কিংয়ের ৪ থেকে ৬ নম্বর দলের বিপক্ষে জয়ের জন্য ৭৫ হাজার এবং ৭ থেকে ৯ নম্বর দলের বিপক্ষে জয়ের জন্য ৫০ হাজার টাকা করে বোনাস দেওয়া হবে। সিরিজ জয়ের ক্ষেত্রেও একই বোনাস দেওয়া হবে।

অন্যদিকে টি-টুয়েন্টিতে র‌্যাঙ্কিংয়ের শীর্ষ তিন দলের বিপক্ষে প্রতি ম্যাচ জয়ের বোনাস হিসেবে দেওয়া হবে ৫০ হাজার টাকা। চার, পাঁচ ও ছয় নম্বর দলের বিপক্ষে প্রতি ম্যাচ জয়ের বোনাস ৩৫ হাজার টাকা করে এবং পরের তিন দলের বিপক্ষে এক ম্যাচ জিতলে ৩০ হাজার টাকা বোনাস দেওয়া হবে।

মন্তব্য করুন: