সবার আগে চ্যাম্পিয়নস ট্রফির দল ঘোষণা করল ইংল্যান্ড

২২ ডিসেম্বর ২০২৪

সবার আগে চ্যাম্পিয়নস ট্রফির দল ঘোষণা করল ইংল্যান্ড

চ্যাম্পিয়নস ট্রফি আয়োজন নিয়ে জটিলতার সমাধান হলো কয়েকদিন আগেই। ফলে এখনও চূড়ান্ত হয়নি আসরের সূচিও। তবে এরই মধ্যে টুর্নামন্টের জন্য দল ঘোষণা করে দিয়েছে ইংল্যান্ড। এর মধ্য দিয়ে এক বছরের বেশি সময় পর দলে ফিরেছেন তারকা ব্যাটার জো রুট।

রোববার জশ বাটলারকে অধিনায়ক করে ভারতের বিপক্ষে সাদা বলের সিরিজ এবং চ্যাম্পিয়নস ট্রফির জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)।

চলতি বছর টেস্ট ক্রিকেটে দুর্দান্ত সময় পার করেছেন রুট। ৩৪ বছর বয়সে পা দিতে যাওয়া এই ক্রিকেটার বছর শেষ করেছেন টেস্ট র‌্যাঙ্কিংয়ের এক নম্বর ব্যাটার হিসেবে। ৫৫ দশমিক ৫৭ গড়ে ডানহাতি এই ব্যাটার রান করেন ১ হাজার ৫৫৬।

অন্যদিকে এই সফর দিয়ে আনুষ্ঠানিকভাবে ইংল্যান্ডের সাদা বলের দলেও দায়িত্ব নেবেন টেস্ট কোচ ব্রেন্ডন ম্যাককালাম। তিন ফরম্যাটের দায়িত্ব নিয়েই ওয়ানডে দলে তিনি রুটকে ফেরালেন। গত বছর ভারতে ওয়ানডে বিশ্বকাপে ইংল্যান্ডের ভরাডুবির পর থেকে এই ফরম্যাটে দলের বাইরে ছিলেন রুট।

আট বছর পর আগামী ১৯ ফেব্রুয়ারি পাকিস্তানে শুরু হতে যাচ্ছে চ্যাম্পিয়নস ট্রফির এবারের আসর। তার আগে ভারতের মাটিতে তিন ম্যাচের ওয়ানডে ও পাঁচ ম্যাচের টি-টুয়েন্টি সিরিজ খেলবে ইংলিশরা। ২২ জানুয়ারি শুরু হওয়া টি-টুয়েন্টি সিরিজ শেষ হবে ২ ফেব্রুয়ারি। এই সিরিজের জন্য আলাদা দল ঘোষণা করেছে ইসিবি। এরপর ৬ ফেব্রুয়ারি মাঠে গড়াবে ওয়ানডে সিরিজ, যা শেষ হবে সেই মাসের ১২ তারিখ।

ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজ ও চ্যাম্পিয়নস ট্রফিতে ইংল্যান্ড দল:

জস বাটলার (অধিনায়ক), জফরা আর্চার, গাস অ্যাটকিনসন, জ্যাকব বেথেল, হ্যারি ব্রুক, ব্রাইডন কার্স, বেন ডাকেট, জেইমি ওভারটন, জেইমি স্মিথ, লিয়াম লিভিংস্টোন, আদিল রশিদ, জো রুট, সাকিব মাহমুদ, ফিল সল্ট ও মার্ক উড।

ভারতের বিপক্ষে ইংল্যান্ডের টি-টুয়েন্টি দল:

জস বাটলার (অধিনায়ক), রেহান আহমেদ, জফরা আর্চার, গাস অ্যাটকিনসন, জ্যাকব বেথেল, হ্যারি ব্রুক, ব্রাইডন কার্স, বেন ডাকেট, জেইমি ওভারটন, জেইমি স্মিথ, লিয়াম লিভিংস্টোন, আদিল রশিদ, সাকিব মাহমুদ, ফিল সল্ট ও মার্ক উড।

মন্তব্য করুন: