অস্ট্রেলিয়া দল থেকে বাদ পড়ার পর ম্যাকসুয়েনির ব্যাটে ঝড়
২২ ডিসেম্বর ২০২৪
অস্ট্রেলিয়ার টেস্ট দল থেকে বাদ পড়ার পর ব্যাট হাতে ঝড় তুলেছেন ন্যাথান ম্যাকসুয়েনি। বিগ ব্যাশে ডানহাতি এই ব্যাটারের বিধ্বংসী ব্যাটিংয়ে জয় পেয়েছে তার দল ব্রিসবেন হিট।
ভারতের বিপক্ষে টেস্ট সিরিজ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় ম্যাকসুয়েনির। কিন্তু যশপ্রীত বুমরাহ-মোহাম্মদ সিরাজদের পেস তোপে ব্যাট হাতে কোনো সুবিধা করতে পারেননি এই ওপেনার। তিন ম্যাচে ছয় ইনিংসে মাত্র ৭২ রান করায় গত শুক্রবার সিরিজের শেষ দুই টেস্টের জন্য ঘোষণা করা দল থেকে বাদ পড়েন তিনি। এবার ব্যাট হাতে মাঠে নেমেই খেললেন ৭৮ রানের ঝড়ো ইনিংস। হয়েছেন ম্যাচসেরাও।
রোববার অস্ট্রেলিয়ার ফ্র্যাঞ্চাইজি টি-টুয়েন্টি টুর্নামেন্ট বিগ ব্যাশে অ্যাডেলেইড স্ট্রাইকার্সের দেওয়া ১৭৫ রানের লক্ষ্য ৩ উইকেট হাতে রেখে পৌঁছে যায় ব্রিসবেন। গ্যাবায় রান তাড়ায় দ্বিতীয় ওভারে ক্রিজে আসেন ম্যাকসুয়েনি। তিন নম্বরে ব্যাটিংয়ে নেমেই দলের হাল ধরেন তিনি। তৃতীয় উইকেটে ম্যাট রেনশোকে নিয়ে ৬৬ রানের জুটি এবং পঞ্চম উইকেটে পল ওয়াল্টারের সঙ্গে ৫৫ রানের গড়ে দলকে জয়ের পথে রাখেন।
শেষ পর্যন্ত ৪৯ বলে ১০ চার ও ২ ছক্কার ইনিংসে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন ম্যাকসুয়েনি।
টেস্ট দল থেকে বাদ পড়ার পর এক সাক্ষাৎকারে ২৫ বছর বয়সী এই ক্রিকেটার জানিয়েছিলেন, আবারও দলে ফিরতে কঠোর পরিশ্রম করবেন। ফরম্যাট ভিন্ন হলেও বিগ ব্যাশে ব্যাট হাতে যেন তারই প্রতিফলন দেখালেন ম্যাকসুয়েনি।
মন্তব্য করুন: