বুমরাহর চ্যালেঞ্জ নিতে প্রস্তুত তরুণ কনস্ট্যাস

২২ ডিসেম্বর ২০২৪

বুমরাহর চ্যালেঞ্জ নিতে প্রস্তুত তরুণ কনস্ট্যাস

সবকিছু ঠিক থাকলে ভারতের বিপক্ষে মেলবোর্ন টেস্টে অস্ট্রেলিয়ার চতুর্থ কনিষ্ঠতম ক্রিকেটার হিসেবে অভিষেক হতে পারে স্যাম কনস্ট্যাসের। যশপ্রীত বুমরাহর পেস তোপ সামলাতে শেষ দুই টেস্টের দলে টপ-অর্ডারে এই একটি পরিবর্তন এনেছে স্বাগতিকরা। তবে ভারতের এই গতি তারকাকে নিয়ে খুব একটা ভাবছেন না কনস্ট্যাস। নিজের ওপর পুরো আত্মবিশ্বাস রাখছেন তিনি।

তিন সপ্তাহে আগে ভারতের বিপক্ষে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী একাদশের হয়ে প্রস্তুতি ম্যাচে মাঠে নামেন কনস্ট্যাস। প্রতিপক্ষ বোলিং আক্রমণ সামলে সেই ম্যাচে ৯৭ বলে ১০৭ রানের ইনিংস খেলেন এই ওপেনার, যা তাকে টেস্ট দলে জায়গা করে নিতে বড় ভূমিকা রাখে। অবশ্য সেই ম্যাচে বুমরাহ খেলেননি।

অস্ট্রেলিয়ার মাটিতে খেলা ৫০টির বেশি উইকেট নেওয়া সফরকারী বোলারদের মধ্যে সবচেয়ে কম গড় বুমরাহর। তিনটি সফরে এখন পর্যন্ত ১৭ দশমিক ১৫ গড়ে তার শিকার ৫৩ উইকেট। চলতি সফরের তিন টেস্টেই ডানহাতি এই পেসার নিয়েছেন ২১ উইকেট।

ফলে মেলবোর্ন টেস্টে অভিষেক হলে গ্যালারি ভর্তি দর্শকের সামনে নতুন বলে বুমরাহর মুখোমুখি হওয়াটা বেশ চ্যালেঞ্জিংই হবে কনস্ট্যাসের। তবে ম্যাচের আগে ভারতের এই তারকা পেসারের ভিডিও আর দেখবেন না বলে জানান তিনি।

আমি খুব বেশি দেখব না (বুমরাহকে), কারণ তাকে আমি ইতোমধ্যেই অনেক দেখেছি। তবে আমি তার মুখোমুখি হতে মুখিয়ে আছি। আমাদের বিশ্লেষকরা প্রত্যেক বোলার নিয়ে তথ্য দেন। সেগুলো হয়তো পড়ব।

"আমি খুবই আত্মবিশ্বাসী। আমার দক্ষতার ওপর ভরসা রাখছি। কঠোর পরিশ্রম করেছি। এটা আরেকটি ম্যাচ, তাই সবকিছু সহজ রাখার চেষ্টা করছি। ছোট থাকতে আপনি সবসময় এই ধরণের মুহূর্তের স্বপ্ন দেখে আসছেন - নিজের ব্যাগি গ্রিন (টেস্ট ক্যাপ) পাওয়া। তাই এটা  আমার জন্য অনেক সম্মানের বিষয় হবে, যদি সুযোগ পাই।

আগামী বৃহস্পতিবার মেলবোর্নে অস্ট্রেলিয়ার হয়ে অভিষেক হলে সেদিন কনস্ট্যাসের বয়স হবে ১৯ বছর ৮৫ দিন।

গত শুক্রবার প্রধান নির্বাচক জর্জ বেইলির কাছে জাতীয় দলে ডাক পাওয়ার খবর পান কনস্ট্যাস। পরদিন তাকে পরদিন অধিনায়ক কামিন্স এবং কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড তাকে অভিনন্দন জানান। তাকে জায়গা করে দিতে বাদ পড়া ন্যাথান ম্যাকসুয়েনিও তাকে শুভকামনা জানিয়েছেন।

মন্তব্য করুন: