চ্যাম্পিয়নস ট্রফিতে বাংলাদেশের গ্রুপে ভারত-পাকিস্তান

২৩ ডিসেম্বর ২০২৪

চ্যাম্পিয়নস ট্রফিতে বাংলাদেশের গ্রুপে ভারত-পাকিস্তান

আগামী বছর হাইব্রিড মডেলে অনুষ্ঠিত হতে যাওয়া চ্যাম্পিয়নস ট্রফিতে ভারত-পাকিস্তানের সঙ্গে একই গ্রুপে আছে বাংলাদেশ। ২০ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে টুর্নামেন্টে যাত্রা শুরু করবে লাল-সবুজের প্রতিনিধিরা।

রোববার এক প্রতিবেদনে ১৯ ফেব্রুয়ারি শুরু হতে যাওয়া চ্যাম্পিয়নস ট্রফির গ্রুপ সূচির বিষয়টি জানায় ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফো। বাংলাদেশের সঙ্গে গ্রুপে আরও রয়েছে নিউ জিল্যান্ড। উদ্বোধনী দিন তারা পাকিস্তানের মুখোমুখি হবে।

টুর্নামেন্টে অংশ নিতে ভারত পাকিস্তানে যেতে অস্বীকৃতি জানানোর পর গত সপ্তাহে হাইব্রিড মডেলে চ্যাম্পিয়নস ট্রফি আয়োজনের ঘোষণা দেয় আইসিসি। অর্থাৎ, ভারত তাদের ম্যাচগুলো নিরপেক্ষ ভেন্যুতে খেলবে। নিরপেক্ষ ভেন্যু হিসেবে সংযুক্ত আরব আমিরাতকে বেছে নিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)

আরব আমিরাত ক্রিকেট বোর্ডের প্রধানের সঙ্গে পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভির আলোচনার পর বিষয়টি নিশ্চিত করে পিসিবির মুখপাত্র বলেন, “চ্যাম্পিয়নস ট্রফির নিরপেক্ষ ভেন্যু হিসেবে পিসিবি সংযুক্ত আরব আমিরাতকে বেছে নিয়েছে।

আগামী ২৩ ফেব্রুয়ারি মাঠে গড়াবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তানের ম্যাচ। বাংলাদেশের বিপক্ষে ম্যাচসহ ভারতের সব ম্যাচই দুবাইয়ে অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

অন্যদিকে ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে আসর শুরুর পর ২৭ ফেব্রুয়ারি রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে গ্রুপ পর্ব শেষ করবে বাংলাদেশ।

ভারতের ম্যাচগুলো বাদে গ্রুপের এবং গ্রুপবি তে থাকা অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা আফগানিস্তানের ম্যাচগুলো লাহোর, করাচি রাওয়ালপিন্ডিতে অনুষ্ঠিত হবে।

শেষ চারে উঠতে পারলে ভারত মার্চের প্রথম সেমি-ফাইনালটি খেলবে। পরদিন দ্বিতীয় সেমি-ফাইনালটি অনুষ্ঠিত হবে পাকিস্তানে। মার্চ লাহোরে অনুষ্ঠিত হবে শিরোপা লড়াই। তবে ভারত ফাইনালে উঠলে সেটি চলে যাবে আরব আমিরাতে।

মন্তব্য করুন: