সেঞ্চুরি হাঁকিয়ে জ্যোতির ইতিহাস
২৩ ডিসেম্বর ২০২৪
মেয়েদের বাংলাদেশ ক্রিকেটে লিগে (বিসিএল) প্রথম খেলোয়াড় হিসেবে সেঞ্চুরি হাঁকিয়েছেন নিগার সুলতানা জ্যোতি। উত্তরাঞ্চলের বিপক্ষে টুর্নামেন্টের প্রথম আসরের তৃতীয় দিন মধ্যাঞ্চলের হয়ে এই কীর্তি গড়েছেন জাতীয় দলের অধিনায়ক।
সোমবার রাজশাহীর শহীদ কামারুজ্জামান স্টেডিয়ামে ২১৫ বলে তিন অঙ্ক স্পর্শ করেন জ্যোতি। তিনে নামা ডানহাতি এই ব্যাটার শেষ পর্যন্ত অপরাজিত থাকেন ১৫৩ রানে। ২৫৩ বলের তার ইনিংসটি সাজান ২০ চার ও ২ ছক্কায়।
গত শনিবার চার দল নিয়ে প্রথমবারের মতো মাঠে গড়ায় মেয়েদের বিসিএল। বাংলাদেশে মেয়েদের প্রথম শ্রেণির ক্রিকেটের প্রথম আসর এটি।
৮৫ রান নিয়ে দিনের খেলা শুরু করা জ্যোতি সকালে জান্নাতুল ফেরদৌসের বলে সিঙ্গেল নিয়ে ইতিহাসের পাতায় নিজের নাম তোলেন। তার সেঞ্চুরির সুবাদে ৮ উইকেটে ৩৮৭ রানে নিজেদের প্রথম ইনিংস ঘোষণা করে মধ্যাঞ্চল।
জবাবে নিজেদের দ্বিতীয় ইনিংসে ১৯৬ রানের রেকর্ড উদ্বোধনী জুটি গড়েন ফারজানা হক পিংকি ও ইশমা তানজিম। সেঞ্চুরির সুযোগ পেলেও ৯০ রানে সাজঘরে ফেরেন ইশমা। তবে সঙ্গী সুযোগ হাতছাড়া করলেও দেশের দ্বিতীয় মেয়ে ক্রিকেটার হিসেবে প্রথম শ্রেণির ক্রিকেটে সেঞ্চুরির তুলে নেন ফারজানা। ২২৫ বলে তিন অঙ্ক স্পর্শ করেন এই ডানহাতি ওপেনার। তার সেঞ্চুরির পর উত্তরাঞ্চল ১ উইকেটে ২০৪ রানে থাকা অবস্থায় ড্র মেনে নেয় দু’দল।
ফারজানা অপরাজিত থাকেন ১০২ রানে।
রাজশাহীতে লিগের আরেক ম্যাচে পূর্বাঞ্চলকে ১০ উইকেটে আসর শুরু করেছে দক্ষিণাঞ্চল। প্রথম ইনিংসে পূর্বাঞ্চলের ১৯৩ রানের জবাবে দক্ষিণাঞ্চলের ইনিংস থামে ৩৪৭ রানে। এরপর প্রতিপক্ষকে ১৬২ রানে গুটিযে ১২ রানের লক্ষ্য পায় তারা। কোনো উইকেট না হারিয়ে ৫ ওভারে ম্যাচ জিতে নেয় দক্ষিণাঞ্চল।
মন্তব্য করুন: