৩ ম্যাচের সবকটিতে ডাক, অনাকাঙ্ক্ষিত রেকর্ডে সূর্যকুমারের পাশে শফিক
২৩ ডিসেম্বর ২০২৪
দক্ষিণ আফ্রিকার মাটিতে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে স্বাগতিকদের হোয়াইটওয়াশ করেছে পাকিস্তান। তবে দলের এমন সাফল্যের এক সিরিজে ব্যাট হাতে ভুলে যাওয়ার মতো সময় পার করেছেন আবদুল্লাহ শফিক। সিরিজের প্রতিটি ম্যাচেই রানের খাতা খোলার আগেই সাজঘরে ফিরেছেন এই ওপেনার। আর এতেই অনাকাঙ্ক্ষিত এক রেকর্ডে ভারতের সূর্যকুমার যাদবের পাশে নাম লিখিয়েছেন পাকিস্তানের এই ব্যাটার।
রোববার জোহানেসবার্গে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে কাগিসো রাবাদার বলে স্লিপে ক্যাচ দিয়ে প্রথম বলেই সাজঘরে ফেরেন শফিক। এর আগে পার্লে প্রথম ওয়ানডেতে ৪ বল খেলে এবং কেপ টাউনে দ্বিতীয় ম্যাচে ২ বলে আউট হন ২৫ বছর বয়সী এই ব্যাটার।
ভারতের বর্তমান টি-টুয়েন্টি অধিনায়ক সূর্যকুমার গত বছর ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রতিটিতেই রানের খাতা খোলার আগেই সাজঘরে ফেরেন। সেবারই প্রথম তিন ম্যাচের ওয়ানডে সিরিজের সবকটি ম্যাচে শূন্য রানে আউট হওয়ার রেকর্ড গড়েন তিনি। সূর্যকুমারের সেই রেকর্ডে এবার তার সঙ্গী শফিক।
তিন ম্যাচের সিরিজের সঙ্গে এর চেয়ে বেশি ম্যাচের সিরিজ ধরলে এখন পর্যন্ত মোট ১৪ জন ক্রিকেটার সর্বোচ্চ ৩ বার শূন্য রানে আউট হয়েছেন। এই তালিকায় শফিক ছাড়াও পাকিস্তান থেকে আরও আছেন শোয়েব মালিক। ২০০৪ সালে নিউ জিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজে ৩ বার রানের খাতা খোলার আগেই এই অলরাউন্ডার সাজঘরের পথ দেখেন।
অন্যদিকে চলতি বছর এখন পর্যন্তা ৭ বার শূন্য রানে আউট হলেন শফিক। ওয়ানডেতে ৩ বার ছাড়াও টেস্টে ৪ বার ডাক মেরেছেন এই ডানহাতি ব্যাটার।
মন্তব্য করুন: