ভারতীয় বোর্ডকে আইসিসির চেয়েও ‘শক্তিশালী’ মনে করেন স্মিথ
২৩ ডিসেম্বর ২০২৪
ক্রিকেট সমর্থকরা প্রায়শই অভিযোগ করে থাকেন, বিভিন্ন ক্ষেত্রে ভারতকে অতিরিক্ত সুবিধা দিয়ে থাকে আইসিসি। অনেক ক্ষেত্রেই তাদের এই অভিযোগের সত্যতাও দেখা মেলে। এই যেমন, পাকিস্তানে অনুষ্ঠিত হতে যাওয়া চ্যাম্পিয়নস ট্রফি নিয়ে শেষ পর্যন্ত ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) কথা মেনে নিয়ে তা হাইব্রিড মডেলে আয়োজন করতে সম্মত হয়েছে আইসিসি ও পিসিবি। সব মিলিয়ে অনেকের চোখেই বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থার চেয়ে বিসিসিআই বেশি শক্তিশালী। এবার সেই সূরের সঙ্গেই যেন তাল মেলালেন অস্ট্রেলিয়ার স্টিভেন স্মিথ।
বোর্ডার-গাভাস্কার ট্রফি খেলতে বর্তমানে অস্ট্রেলিয়া সফরে আছে ভারত। তিন ম্যাচ শেষে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ এখন ১-১ সমতায়। সিরিজের শুরু থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে অস্ট্রেলিয়ার ক্রিকেটারদের সাক্ষাৎকারের বিভিন্ন ভিডিও ক্লিপ আপলোড দিয়ে আসছে দেশটির গণমাধ্যম এবিসি স্পোর্টস। তেমনই এক পর্বে বিসিসিআইকে আইসিসির চেয়েও শক্তিশালী বলে আখ্যা দেন স্মিথ। তবে পরমুহূর্তেই তা কৌতুক বলে উড়িয়ে দেন অস্ট্রেলিয়ার এই তারকা ব্যাটার।
এবারের পর্বে স্মিথ, ট্র্যাভিস হেড ও অধিনায়ক প্যাট কামিন্সসহ অস্ট্রেলিয়ার বেশ কয়েকজন ক্রিকেটারের কাছে এক শব্দে বিসিসিআই, আইসিসি ও ভারতীয় ক্রিকেটকে ব্যাখ্যা করতে বলা হয়েছিল। সেখানে সবগুলোকেই বড় বলে আখ্যা দেন কামিন্স।
অন্যদিকে বিসিসিআইকে “শাসক” বলে অভিহিত করেন হেড। মারকুটে এই ব্যাটারের চোখে আইসিসি হলো “দ্বিতীয়” এবং ভারতীয় ক্রিকেট হলো “শক্তিশালী।”
হেড ছাড়াও সামাজিক যোগযোগ মাধ্যমে ঝড় তুলেছে স্মিথের মন্তব্যগুলো। অস্ট্রেলিয়ার সাবেক এই অধিনায়ক বিসিসিআইকে বলেন, “পাওয়ারহাউজ।” আইসিসির নাম আসতেই হাসতে হাসতে তিনি বলেন, “অতটা শক্তিশালী না। না না, আমি এটা বলতে পারি না। আমি এটা বলতে পারি না… এটা একটা কৌতুক ছিল। আইসিসি… নেতৃত্বদানকারী (কিছুটা সন্দেহ নিয়ে)।”
আগামী বৃহস্পতিবার মেলবোর্নে সিরিজের চতুর্থ টেস্টে ভারতের মুখোমুখি হবে অস্ট্রেলিয়া।
? Describe the BCCI, the ICC and Indian cricket in one word....
— ABC SPORT (@abcsport) December 23, 2024
Don't worry everyone, Smudge was just jokin! pic.twitter.com/AxJZJT15P8
মন্তব্য করুন: