পুরোনো চোটে ৩ মাসের জন্য মাঠের বাইরে স্টোকস
২৪ ডিসেম্বর ২০২৪
হ্যামস্ট্রিংয়ের চোট কাটিয়ে গত অক্টোবরে মাঠে ফিরেছিলেন বেন স্টোকস। এরপর চলতি মাসে নিউ জিল্যান্ডের বিপক্ষে সিরিজের শেষ টেস্টে আবারও একই জায়গায় চোটের কারণে মাঠ থেকে ছিটকে যান ইংল্যান্ড টেস্ট অধিনায়ক। এবার জানা গেল তার চোটের গভীরতা। অন্তত তিন মাসের জন্য মাঠের বাইরে থাকতে হবে এই অলরাউন্ডারকে। লাগবে অস্ত্রোপচারও।
সোমবার এক বিবৃতিতে স্টোকসের চোটের বিষয়ে জানায় ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। বাঁ পায়ের হ্যামস্ট্রিংয়ে আগের চোট আবারও ফিরে আসায় আগামী জানুয়ারিতে তার চোটের জায়গায় অস্ত্রোপচার করা হবে বলে এতে জানানো হয়।
চলতি মাসের শুরুতে নিউ জিল্যান্ডের বিপক্ষে হ্যামিল্টনে সিরিজের তৃতীয় ও শেষ টেস্টের তৃতীয় দিন বোলিংয়ের সময় পায়ে অস্বস্তি নিয়ে মাঠ ছাড়েন স্টোকস। পরে আর ফিল্ডিংয়ে নামেননি তিনি। কিউইদের দেওয়া ৬৫৮ রানের লক্ষ্য তাড়াতেও ব্যাটিংয়ে নামেননি ইংলিশ অধিনায়ক। ইংল্যান্ড ম্যাচ হারে ৪২৩ রানের ব্যবধানে।
এর আগে গত আগস্টে ইংল্যান্ডের ১০০ বলের ক্রিকেট টুর্নামেন্ট দ্য হান্ড্রেডে ব্যাটিংয়ের সময় রান নিতে গিয়ে বাঁ হ্যামস্ট্রিংয়ে চোট পান স্টোকসের। তখন দুই মাসের পুনর্বাসন প্রক্রিয়ায় ছিলেন তিনি। এ সময় ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে ৩ ম্যাচের টেস্ট সিরিজ এবং পাকিস্তানের মাটিতে সিরিজের প্রথম টেস্টে খেলতে পারেননি।
এরপর ১৫ অক্টোবর সিরিজের দ্বিতীয় টেস্ট দিয়ে আবারও মাঠে ফেরেন এই অলরাউন্ডার। সেই সিরিজে বল হাতে খুব একটা ভূমিকা না রাখলেও নিউ জিল্যান্ডের বিপক্ষে সিরিজে তিন ম্যাচেই বোলিং করেন স্টোকস।
সাম্প্রতিক সময়ে চোটের সঙ্গে প্রায়শই লড়াই করতে হয়েছে স্টোকসকে। গত বছর অ্যাশেজ সিরিজ থেকে হাঁটুর চোটে ভুগছিলেন তিনি। এরপর ওয়ানডে বিশ্বকাপের পর হাঁটুর অস্ত্রোপচার শেষে লম্বা সময় পুনর্বাসন প্রক্রিয়ায় থাকতে হয় তাকে। এবার পাঁচ মাসের মাধ্যে দ্বিতীয় দফায় হ্যামস্ট্রিংয়ের চোটে আবারও মাঠের বাইরে চলে যেতে হচ্ছে ৩৩ বছর বয়সী এই ক্রিকেটারকে। অবশ্য আগামী মে মাস পর্যন্ত ইংল্যান্ডের আর কোনো টেস্ট সিরিজ না থাকায় এই চোট থেকে সেরে উঠতে প্রায় ৬ মাসের মতো সময় পাবেন স্টোকস।
মন্তব্য করুন: