ঢাকা মেট্রোকে গুঁড়িয়ে এনসিএল টি-টুয়েন্টির প্রথম শিরোপা রংপুরের
২৪ ডিসেম্বর ২০২৪
লিগ পর্বে নিজেদের সবকটি ম্যাচ জিতেই প্লে-অফে এসেছিল ঢাকা মেট্রো। তবে এরপর থেকেই ব্যাটিং ব্যর্থতা যেন তাদের নিত্য সঙ্গী। শিরোপা লড়াইয়ে গুটিয়ে গেছে মাত্র ৬২ রানেই। সেই লক্ষ্য তাড়ায় ব্যাটিং বিপর্যয়ে পড়েছিল রংপুর বিভাগও। তবে সেই চাপ কাটিয়ে ৫ উইকেটের জয়ে জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল) টি-টুয়েন্টির প্রথম আসরের শিরোপা ঘরে তুলেছে আকবর আলীর দল।
মঙ্গলবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের ফাইনালে টস হেরে ব্যাটিংয়ে নামা মেট্রোর ইনিংসের স্থায়িত্ব ছিল ১৬ ওভার ৩ বল। লক্ষ্য তাড়ায় ১৮ রানের মধ্যে ৪ উইকেট হারিয়ে চাপে পড়ে রংপুর। তবে রকিবুল হাসানের করা অষ্টম ওভারে ১৬ রান তুলে নিয়ে সেই চাপ কাটিয়ে জয়ের পথে এগিয়ে যায় তারা। শেষ পর্যন্ত ১১ ওভার ২ বলে ৫ উইকেট হারিয়ে জয় পায় রংপুর।
এর আগে লিগ পর্বে ৭ ম্যাচে জয় পাওয়া মেট্রো ১৬ রানের মধ্যে ৫ উইকেট হারিয়ে ব্যাকফুটে চলে যায়। এরপর ব্যাট হাতে তারা আর ম্যাচে ফিরতে পারেনি। দলের হয়ে দুই অঙ্ক স্পর্শ করেন কেবল দুই ব্যাটার। শামসুর রহমান শুভ করেন ২৮ বলে ১৪ রান। আর শেষ দিকে আবু হায়দার রনির ৯ বলে ১৩ রানের সুবাদে পঞ্চাশ পার করে তারা।
রংপুরের হয়ে ৩টি করে উইকেট নেন দুই বোলার আলাউদ্দিন বাবু ও ইসলাম মুকিদুল মুগ্ধ।
মন্তব্য করুন: