মেলবোর্নে অভিষেক হচ্ছে কনস্ট্যাসের
২৪ ডিসেম্বর ২০২৪
অস্ট্রেলিয়ার হয়ে টেস্ট ক্রিকেটে অভিষেক হতে যাচ্ছে স্যাম কনস্ট্যাসের। ভারতের বিপক্ষে আগামী বৃহস্পতিবার মেলবোর্ন টেস্টে জাতীয় দলের জার্সি গায়ে মাঠে নামবেন তরুণ এই ওপেনার। তবে এই ম্যাচের জন্য এখনও নিশ্চিত নন ট্র্যাভিস হেড।
মঙ্গলবার সংবাদ সম্মেলনে ১৯ বছর বয়সী কনস্ট্যাসের অভিষেকের বিষয়টি নিশ্চিত করেন অস্ট্রেলিয়ার কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড।
“সে শান্ত, আত্মবিশ্বাসী এবং জানে যে তার খেলার অবস্থা এই মুহূর্তে ভালো। বক্সিং ডে টেস্টে সে খেলবে। আমরা শুরু থেকেই বলেছি যে বয়স কোনো বাধা নয়। সে তার খেলায় বৈচিত্র্য দেখিয়েছে, প্রতিপক্ষের উপর চাপ সৃষ্টি করার সামর্থ্য দেখিয়েছে এবং সে তার সুযোগ পেয়েছে। আমরা তার জন্য সত্যিই রোমাঞ্চিত।”
এখন পর্যন্ত খেলা তিন ম্যাচে উদ্বোধনী জুটিতে একবারও পঞ্চাশ রান আসেনি অস্ট্রেলিয়ার। যশপ্রীত বুমরাহর পেস তোপে দিশেহারা টপ-অর্ডারদের হতাশাজনক পারফরম্যান্সের পর ন্যাথান ম্যাকসুয়েনির বদলে শেষ দুই টেস্টের দলে নেওয়া হয় কনস্ট্যাসকে।
অন্যদিকে চোটের কারণে সিরিজের চতুর্থ টেস্টে খেলা নিয়ে শঙ্কা রয়েছে দুর্দান্ত ছন্দে থাকা হেডের। ঊরুর চোটের কারণে সোমবার অনুশীলন করেননি তিনি। তবে ম্যাচের আগেই সিরিজে ৪০৯ রান করা বাঁহাতি এই ব্যাটারের ফিট হয়ে ওঠার ব্যাপারে আশাবাদী ম্যাকডোনাল্ড।
“তার কাজ করার কিছু জায়গা আছে, তবে এখনই কোনো উদ্বেগ নেই। তাকে পুরোপুরি ফিট ঘোষণা করা হয়েছে কিনা, সেটা নিশ্চিত নই। আমি তার অনুশীলনের শেষ অংশটা দেখিনি, তবে আমি আত্মবিশ্বাসী যে সে খেলবে। আমি মনে করি ম্যাচের সময় সে পুরোপুরি ফিট থাকবে।”
বৃহস্পতিবার বাংলাদেশ সময় ভোর সাড়ে ৫টায় শুরু হবে মেলবোর্ন টেস্ট। ব্রিসবেনে বৃষ্টি বিঘ্নিত তৃতীয় টেস্ট ড্র হওয়ায় সিরিজ এখন ১-১ সমতায়।
মন্তব্য করুন: