অস্ট্রেলিয়া-ভারত শেষ ২ টেস্টে আম্পায়ার হিসেবে থাকছেন সৈকত

২৪ ডিসেম্বর ২০২৪

অস্ট্রেলিয়া-ভারত শেষ ২ টেস্টে আম্পায়ার হিসেবে থাকছেন সৈকত

ভারতের বিপক্ষে অস্ট্রেলিয়ার টেস্ট সিরিজে ম্যাচ পরিচালনার দায়িত্ব পেয়েছেন বাংলাদেশের আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত। বোর্ডার-গাভাস্কার ট্রফির শেষ দুই ম্যাচে আম্পায়ারের দায়িত্ব পালন করবেন তিনি।

মেলবোর্ন ও সিডনিতে অনুষ্ঠিত শেষ দুই টেস্টের জন্য ম্যাচ পরিচালকদের তালিকা প্রকাশ করেছে আইসিসি। আগামী বৃহস্পতিবার মেলবোর্নে শুরু হতে যাওয়া সিরিজের চতুর্থ টেস্টে টিভি আম্পায়ারের ভূমিকায় থাকবেন সৈকত। অন্যদিকে ৩ জানুয়ারি সিডনিতে শুরু হতে যাওয়া শেষ টেস্টে মাঠের আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করবেন ৪৮ বছর বয়সী এই সাবেক ক্রিকেটার।

চলতি বছর মার্চে বাংলাদেশের প্রথম আম্পায়ার হিসেবে আইসিসির এলিট প্যানেলে জায়গা পান সৈকত। ছিলেন ২০২৩ ওয়ানডে বিশ্বকাপেও। টুর্নামেন্টে দারুণ আম্পায়ারিংয়ের স্বীকৃতি স্বরূপ জায়গা পান এলিট প্যানেলে।

গত জানুয়ারিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অস্ট্রেলিয়ার ব্রিসবেন টেস্ট দিয়ে দেশের বাইরে প্রথমবারের মতো সাদা পোশাকের ক্রিকেটে ম্যাচ পরিচালনা করেন সৈকত। সবশেষ দক্ষিণ আফ্রিকা-শ্রীলঙ্কার টেস্ট সিরিজে আম্পায়ারিংয়ের দায়িত্ব পালন করেন তিনি।

মন্তব্য করুন: